Advertisment

Sudarshan Setu: গুজরাতে সিগনেচার ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর, এখানে যা আছে, জানলে অবাক হয়ে যাবেন

Signature Bridge: বেট দ্বারকা হল গুজরাট উপকূলের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। দিউ এর ভৌগলিক এলাকা প্রায় ৪০ বর্গ কিমি। বেট দ্বারকা ৩৬ বর্গকিমি জুড়ে বিস্তৃত।

author-image
IE Bangla Web Desk
New Update
Sudarshan Setu, also known as the Signature Bridge.

Sudarshan Setu-Signature Bridge: সুদর্শন সেতু, সিগনেচার ব্রিজ নামেও পরিচিত। লম্বায় ৪.৭ কিলোমিটার দীর্ঘ। (X/@sansad_tv)

Signature Bridge in Gujarat: রবিবার (২৫ ফেব্রুয়ারি), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কচ্ছ উপসাগরে ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ সুদর্শন সেতু উদ্বোধন করেছেন। সিগনেচার ব্রিজ নামেও পরিচিত এই সেতু দেবভূমি দ্বারকার ওখা উপকূলে বেট দ্বারকা দ্বীপের সঙ্গে তিন কিলোমিটার দূরে মূল ভূখণ্ড গুজরাটকে যুক্ত করেছে। সেতুর মোট দৈর্ঘ্য ৪,৭৭২ মিটার। যার মধ্যে একটি ৯০০ মিটার লম্বা কেবল-স্টেড সেকশন আছে। ৯৭৮ কোটি টাকায় তৈরি চার লেনের এই সেতু কেন্দ্রীয় সরকারের অর্থে তৈরি হয়েছে।

Advertisment

তার যুক্ত সেতু
এই সেতুটির মোট দৈর্ঘ্য ৪,৭৭২ মিটার (৪.৭৭ কিমি)। এটি গুজরাটের দীর্ঘতম তারের সেতু। ভাবনগরে একটি কেবল-স্টেয়েড ব্রিজ আছে। কিন্তু, এত দীর্ঘ নয়। ভারুচের নর্মদা সেতুটি ১.৩ কিলোমিটার দীর্ঘ। দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের গির সোমনাথের উনা উপকূলে অবস্থিত, বেট দ্বারকা হল গুজরাট উপকূলের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। দিউ এর ভৌগলিক এলাকা প্রায় ৪০ বর্গ কিমি। বেট দ্বারকা ৩৬ বর্গকিমি জুড়ে বিস্তৃত। বেট দ্বারকা দ্বীপ ওখা পুরসভার অংশ। এর জনসংখ্যা প্রায় ১০,০০০। বর্তমানে বেট দ্বারকা এবং মূল গুজরাট ভূখণ্ডের মধ্যে পরিবহণের একমাত্র মাধ্যম হল দ্বারকা থেকে ওখা- মূল ভূখণ্ডের নিকটতম বিন্দু পর্যন্ত ফেরি পরিষেবা। সেই হিসেবে, সিগনেচার ব্রিজটি দ্বীপের সঙ্গে সবরকম আবহাওয়াতেই স্থলপথে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে।

ধর্মীয় পর্যটন কেন্দ্র
একটি প্রধান তীর্থস্থান এবং ধর্মীয় পর্যটন স্থান হল- শ্রী দ্বারকাধীশ মন্দির। যা, ভগবান কৃষ্ণের একটি মন্দির। এই মন্দির বেট দ্বারকায় অবস্থিত। দ্বীপটিতে আরও কয়েক ডজন হিন্দু মন্দির, একটি গুরুদ্বার এবং কিছু মসজিদ আছে। হাজার হাজার তীর্থযাত্রী, যাঁদের বেশিরভাগই হিন্দু, ভগবান কৃষ্ণ মন্দির দর্শনের জন্য বেট দ্বারকায় যান। কৃষিকাজের পাশাপাশি, পর্যটন এবং মাছ ধরা এই দ্বীপে জীবিকা নির্বাহের প্রধান উৎস।

আরও পড়ুন- ঘুরিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টা? আরও এক রাজ্যে বাতিল মুসলিম বিবাহ আইন

অনন্য বৈশিষ্ট্য
এর ২৭ মিটার চওড়া ক্যারেজওয়ে ছাড়াও, সেতুটির দুপাশে হাঁটার পথ আছে। যার স্তম্ভগুলো গীতার শ্লোক এবং কৃষ্ণের ছবি দিয়ে সাজানো। সোলার প্যানেলগুলো এই হাঁটাপথের ছাদ তৈরি করেছে।

gujrat modi Ram Setu
Advertisment