Advertisment

Navneet Rana row: নির্বাচনী প্রচারে বিরাট উসকানিমূলক মন্তব্য বিজেপির নভনীত রানার, থানায় কমিশনই এফআইআর করল

FIR on Navneet Rana: নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) অভিযোগটি দায়ের করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP, Navneet Rana, নভনীত রানা, বিজেপি

BJP-Navneet Rana: সভায় বক্তব্য রাখছেন নভনীত রানা। (ছবি- টুইটার)

Navneet Rana remark sparked row: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিজেপির সাংসদ নভনীত রানার বিরুদ্ধে মামলা দায়ের হল। নির্বাচনী প্রচারে বিজেপির এই মহিলা নেত্রী বলেছেন, রাহুল গান্ধীকে ভোট দেবেন না। দিলেই তা পাকিস্তানের পক্ষে ভোট দেওয়া হয়ে যাবে। নভনীত রানার এই মন্তব্যের প্রেক্ষিতেই মামলাটি দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের শাদনগর থানায় দায়ের হয়েছে অভিযোগটি। গত ৯ মে, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) অভিযোগটি দায়ের করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, হায়দরাবাদে রানার বক্তব্যটি পুরোপুরি নির্বাচনী আচরণবিধি ভেঙেছে। অভিযোগপত্রে নির্বাচন কমিশনের এফএসটি লিখেছে যে, রানা তাঁর বক্তব্যে বলেছেন- 'যদি রাহুল গান্ধীকে ভোট দেন, ভোটটা পাকিস্তানে চলে যাবে।'

Advertisment

হায়দরাবাদে বিজেপি প্রার্থী করেছে মাধবীলতাকে। তাঁর হয়ে গত ৮ মে সভা করেন নভনীত রানা। সেখানেই তিনি এই বিতর্কিত ভাষণ দেন। তাঁর সেই ভাষণের বিরুদ্ধে ৯ মে, বিতর্ক উসকে ওঠে। হায়দরাবাদের ওই সভায় নভনীত রানা রীতিমতো মেজাজে বক্তব্য রেখেছেন। সভায় তিনি ২০১২ সালে বলা এআইএমআইএম নেতা আকবরউদ্দিন ওয়াইসির একটি মন্তব্যকে টেনে আনেন। ২০১২ সালে, তেলেঙ্গানার নির্মল-এ এক সভায় ওয়াইসি বলেছিলেন, 'মাত্র ১৫ মিনিটের জন্য পুলিশ সরিয়ে নিন। আমরা ১০০ কোটি হিন্দুকে বুঝিয়ে দেব, কী করতে পারি।' সেই প্রসঙ্গ টেনে এনে রানা বলেন, 'আকবরউদ্দিন ১৫ মিনিটের জন্য পুলিশ সরানোর কথা বলেছেন। তিনি বলেছেন, বুঝিয়ে দেবেন তাঁরা কী করতে পারেন। আমি বলছি, ১৫ মিনিট লাগবে না। আমাদের কাছে ১৫ সেকেন্ডই যথেষ্ট।' রানার এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা সুর চড়ান এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

আরও পড়ুন- নরেন্দ্র দাভোলকর হত্যা মামলা, বিশেষ আদালতে ভয়ংকর সাজার নির্দেশ

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি গোটা ঘটনায় রানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বিজেপি নেতাদের কাছে রানাকে দল থেকে বহিষ্কারের আবেদন জানান। মেডাক এবং হায়দরাবাদের সভায় বক্তব্য রাখতে গিয়ে এ রেভান্থ রেড্ডি বলেন, 'এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য নভনীত রানার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ফৌজদারি মামলা দায়ের করা উচিত। তাঁকে গ্রেফতার করা উচিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জানতে চাই, আপনারা কি ওই বিজেপি নেত্রীকে সমর্থন করেন? তিনি বলেছেন, ১৫ সেকেন্ড সময় দিলে, কোটি কোটি দেশবাসীর শেষটা দেখবেন। যদি আপনারা তাঁকে সমর্থন না করেন, তবে তাঁকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করুন। আমি সমস্ত বিজেপি নেতৃত্বকে এই ধরনের প্ররোচনামূলক বিবৃতি থেকে বিরত থাকার অনুরোধ করব।'

election commission FIR CONGRESS police bjp
Advertisment