Advertisment

NTA & NEET: সুপ্রিম কোর্টের রিপোর্ট তলব, ফের নিটের আয়োজন, কেন পিছু হঠল এনটিএ?

NEET-UG: ২৩ জুন নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NEET, AGITATION, নিট, বিক্ষোভ,

NEET-AGITATION: নিট পরীক্ষার ফলাফলের প্রতিবাদে ছাত্র সংগঠনের বিক্ষোভ। (ছবি- এক্সপ্রেস)

NTA withdrew grace marks: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) স্নাতক মেডিকেল স্টাডিজ বা (NEET UG)-এর জন্য ফের ১,৫৬৩ জন প্রার্থীর জাতীয় প্রবেশিকা পরীক্ষা নেবে। পরীক্ষাটি হবে আগামী ২৩ জুন। পরীক্ষার সময় নষ্ট হওয়ার জন্য 'গ্রেস মার্কস' পাওয়া এই প্রার্থীদের কাছে এখন দুটি বিকল্প আছে। হয় তাঁদের গ্রেস মার্ক ছাড়াই (NEET-UG) প্রাপ্ত নম্বর মেনে নিতে হবে। অথবা, নতুন করে ২৩ জুন পরীক্ষায় বসতে হবে। এই ব্যাপারে এনটিএর একজন উচ্চপদস্থ আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, 'যে ছয়টি শহরে আগের পরীক্ষা হয়েছিল, নতুন পরীক্ষাটিও সেই একই শহরে হবে। তবে, কেন্দ্রগুলো আলাদা হবে।'

Advertisment

পরীক্ষাহলে যথেষ্ট সময় না পাওয়ার অভিযোগ

৫ মে পরীক্ষার পরে, পঞ্জাব ও হরিয়ানার অনেক পরীক্ষার্থী, দিল্লি এবং ছত্তিশগড়ের হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন যে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য তাঁদের যথেষ্ট সময় দেওয়া হয়নি। ছত্তিশগড়ের দুটি, এছাড়াও মেঘালয়, সুরাট, হরিয়ানার বাহাদুরগড় এবং চণ্ডীগড়ে একটি করে পরীক্ষা হলে দেরিতে পরীক্ষা শুরু হয়েছিল। এই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য এনটিএ (NTA) একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি (GRC) গঠন করে।

কেন গ্রেস মার্কস দেওয়া হয়েছিল?

সেই জিআরসি, ছাত্রদের অভিযোগের সারবত্তা খুঁজে পায়। তার প্রেক্ষিতে নষ্ট হওয়া সময়ের জন্য ক্ষতিগ্রস্ত প্রার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ দেয় তদন্ত কমিটি। কমিটির সদস্যরা পরামর্শ দিয়েছিলেন, ২০১৮ সালে CLAT পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে সমাধানসূত্র অনুমোদন করেছিল, এক্ষেত্রেও পরীক্ষার্থীদের সময়ের ক্ষতিপূরণ দিতে সেই একই পদ্ধতি গ্রহণ করা উচিত। সেই পরামর্শের ভিত্তিতে, এনটিএ ১,৫৬৩ প্রার্থীকে গ্রেস মার্কস দিয়েছে। তাতে ছয় জন, ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছে। তারা NEET-UG সর্বভারতীয় পরীক্ষায় শীর্ষস্থান পেয়েছে।

আরও পড়ুন- এবার দেশেও বিপাকে নেতানিয়াহু, সরকার থেকে প্রতিবাদে মন্ত্রী গ্যান্টজের পদত্যাগ

দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ

এই ফলাফল জানার পরে বেশ কিছু ছাত্র, অভিভাবক, কোচিং সেন্টারের কর্তা, স্বেচ্ছাসেবী এনটিএ (NTA) এবং সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অভিযোগ করে যে, সময় কম পাওয়ার সমস্যা মোকাবিলা করতে যেভাবে গ্রেস নম্বর দেওয়া হয়েছে, সেটা ঠিক হয়নি। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। তার জেরে এনটিএ জানিয়েছে যে ফের এই প্রবেশিকা পরীক্ষা হবে। পাশাপাশি, সুপ্রিম কোর্ট গোটা ঘটনায় এনটিএর কাছে রিপোর্ট তলব করেছে।

Students Agitation NEET-UG Supreme Court of India neet
Advertisment