/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/Shehbaz-Sharif.jpg)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (ডানদিকে) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে ফ্রান্সের প্যারিসে, বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩-এ সাক্ষাৎ করছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বুধবার (১২ জুলাই) পাকিস্তানের জন্য বহুল প্রতীক্ষিত ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এমনটাই জানিয়েছেন আইএমএফের কর্তারা। এই ব্যাপারে কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের সঙ্গে আইএমএফের চুক্তি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (ডানদিকে) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে ফ্রান্সের প্যারিসে, বৃহস্পতিবার, ২২ জুন, 2023-এ বৈঠক করছেন। তাতে সমাধানসূত্র মিলেছে।
Alhamdulillah, I am pleased to announce that Pakistan has reached a Staff-Level Agreement with the IMF on a nine-month US$3 billion Stand-By Arrangement. This Arrangement will help strengthen Pakistan’s foreign exchange reserves, enable Pakistan to achieve economic stability, and…
— Shehbaz Sharif (@CMShehbaz) June 30, 2023
পাকিস্তানের এই ঋণ খুবই দরকার ছিল। কারণ, প্রতিবেশী দেশটি বর্তমানে তীব্র আর্থিক সংকটে ভুগছে। আর, বৈদেশিক মুদ্রার সঞ্চয় হ্রাসের বিরুদ্ধে লড়াই করছে। এই ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এক বিবৃতিতে বলেছে, 'পাকিস্তানের বর্তমান আর্থিক পরিস্থিতি রীতিমতো চ্যালেঞ্জিং। একটি কঠিন পরিবেশ, বিধ্বংসী বন্যা, নীতিগত ভুল পদক্ষেপ ২০২৩ অর্থবর্ষে বড় আর্থিক ঘাটতি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার সঞ্চয় হ্রাস পাকিস্তানকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।' এই চূড়ান্ত খারাপ পরিস্থতিতে বিপুল পরিমাণ ঋণ পেয়ে যথারীতি খুশি পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, 'এই চুক্তি পাকিস্তানকে মজবুত অর্থনৈতিক বৃদ্ধির পথে নিয়ে যাবে।'
আরও পড়ুন- শুক্রবার ভারতের চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ, আগের থেকে আদৌ শিক্ষা নেওয়া হয়েছে?
এই ব্যাপারে আইএমএফ এক বার্তায় বলেছে, 'নতুন স্ট্যান্ড-বাই ব্যবস্থা (এসবিএ) অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য কর্তৃপক্ষের চেষ্টাকে সাহায্য করবে। উন্নত অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থা এবং সাবধানে ব্যয় নির্বাহের মাধ্যমে সামাজিক ক্ষেত্র এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।' চুক্তিটি পাকিস্তানের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রকল্পের অধীনে নয়। এই প্রকল্প ২০১৯ সালে পাকিস্তানে শুরু হয়েছিল। শুক্রবার (৩০ জুন) তার মেয়াদ শেষ হয়েছে। তবে, আইএমএফের প্রেস বিবৃতি অনুসারে, এসবিএ আসলে ইএফএফেরই অধীন।