Advertisment

Explained: বিরাট সুসংবাদ! ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী, কী প্রত্যাশা নয়াদিল্লির?

এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিদেশমন্ত্রী সরতাজ আজিজ ভারত সফর করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bilawal Bhutto Zardari

বিলাওয়াল ভুট্টো জারদারি

অতীতে, পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রীর ভারত সফরের সময় বিভিন্ন মহলের আশা থাকত, দুই দেশের কঠিন এবং সমস্যাযুক্ত দ্বিপাক্ষিক সম্পর্কে হয়তো কোনও অগ্রগতি হবে। হয়তো আশার তৈরি করবে। কিন্তু, এবারের ব্যাপারটা একদমই আলাদা। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী সপ্তাহে গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এ বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন।

Advertisment

তাঁর এই সফর নিয়ে ভারত ও পাকিস্তান, সত্যি বলতে গেলে, কারওই তেমন কোনও প্রত্যাশা নেই। যার জেরে এই সফর সম্পূর্ণরূপে বহুপাক্ষিক বাধ্যবাধকতার সফরে রূপান্তরিত হয়েছে। বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর গত ছয় বছরেরও বেশি সময়ের মধ্যে পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রীর প্রথম সফর। এর আগে নওয়াজ শরিফ সরকারের জমানায় বিদেশমন্ত্রী সরতাজ আজিজ, 'হার্ট অফ এশিয়া সম্মেলন'-এর জন্য ২০১৬ সালে ভারত সফর করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে, জারদারির সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শংকর বেশ জোরের সঙ্গে জানিয়েছিলেন যে ভারত এক বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে, পাকিস্তানও যার সদস্য। জয়শংকর পানামা সিটিতে এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, 'ভারত এবং পাকিস্তান, উভয় দেশই সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য। তাই আমরা এই সংগঠনের বৈঠকে উপস্থিত থাকি। আমরা এই বছর সভাপতি। তাই এই বছর সভা ভারতে হচ্ছে।'

এর সঙ্গে জয়শংকর বলেন, 'আমাদের কাছে এমন এক প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখা খুবই কঠিন ব্যাপার, যারা আমাদের বিরুদ্ধে সীমান্তের ওপার থেকে জঙ্গিদের পাঠায়। আমরা সবসময় তাদের বলেছি যে প্রতিশ্রুতি পালন করা উচিত। বলেছি, যাতে তারা সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদকে উৎসাহিত না-করে, পৃষ্ঠপোষকতা না-করে। আমরা আশা করি যে একদিন সেই লক্ষ্যে পৌঁছতে পারব।'

আরও পড়ুন- সুদানে আরএসএফ কবে আর কীভাবে তৈরি হল?

পাকিস্তানের বিদেশ দফতর গত ২০ এপ্রিল ঘোষণা করেছে যে, জারদারি এসসিও বৈঠকের জন্য গোয়ায় যাবেন। কারণ, হিসেবে পাকিস্তানের বিদেশ দফতর জানিয়েছিল যে, 'পাকিস্তান এসসিওয় গৃহীত সিদ্ধান্ত এবং এই সংগঠনের প্রক্রিয়াগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, পাকিস্তান তার বৈদেশিক নীতিতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেয়।' সেই কারণেই বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত সফর করবেন বলেই জানিয়েছিল ইসলামাবাদ।

pakistan India bilawal bhutto zardari
Advertisment