Advertisment

Explained: ইমরান খানের সিংহাসন টলমল, সেনা-শক্তি পেতে মরিয়া খান, পারবেন কি?

সময় কেনার কৌশল নিয়েছেন ইমরান খান। সময় পার করে দেওয়ার চেষ্টা। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পার পেয়ে যাবেন, এমন আশা।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গদি টলমলায়মান। তাঁর বিরুদ্ধে সংসদের নিম্ন কক্ষে অনস্থা প্রস্তাবে কোমর বেঁধেছে বিরোধীরা। স্পিকার সোমবার এ ব্যাপারটা স্পষ্ট করেননি যে, এই প্রস্তাব তিনি গ্রহণ করবেন কিনা। অধিবেশন শুরু হয়েছে শুক্রবার। শোক প্রস্তাবের পর দু'দিনের জন্য তা হয়ে গিয়েছিল মুলতুবি। এতে স্পিকার আসাদ কাসের বিরোধীদের সমালোচনায় জেরবার হয়ে গিয়েছেন। যদিও পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, সোমবার প্রস্তাব পেশ হলেও, এপ্রিলের ৪ তারিখের আগে ভোটের সম্ভাবনা নেই। নিয়ম বলছে, প্রস্তাব পেশের তিন দিন না কাটলে ভোট হবে না। আর ভোট করতে হবে সাত দিনের মধ্যে।

Advertisment

ইমরানের মাথায় কী ঘুরছে?

সময় কেনার কৌশল নিয়েছেন ইমরান খান। সময় পার করে দেওয়ার চেষ্টা। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পার পেয়ে যাবেন, এমন আশা। কারণ, পাকিস্তানের নিয়ন্তা পাক সেনা এবং মহাপ্রভু আইএসআইয়ের সঙ্গে সমঝোতার রাস্তাটা যদি এই সময় বেয়ে বেরিয়ে আসে-- ভাবছেন, খান সাহেব। তাদের হাত মাথায় থাকলে, সমর্থনের সুবাতাস ইমরানের পালে ফিরবে, এটা কে না জানে। গত কয়েক সপ্তাহ ধরে যে বাতাস বড় বিপথগামী, বিপদসঙ্কুল হয়ে উঠেছে পাক প্রধানমন্ত্রীর জীবনে। তাঁর সরকারের একাংশ অবশ্য বলতে শুরু করেছেন, তাঁর কাছে আর্জি জানাচ্ছেন আরকি, ভোট এগিয়ে আনুন স্যর। জনতার দরবারেরই দুধ-কা-দুধ পানি-কা-পানি হয়ে যাবে। সবাই আপনাকেই মাথায় তুলে ফেরাবে মসনদে, বলছেন স্তাবক-বৃন্দ, কিন্তু ইমরানের কি এতটা ভরসা রয়েছে! দক্ষিণ পঞ্জাবকে আলাদা রাজ্য করার জন্য একটি বিল আনা হয়েছে, এনেছেন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, অনেকে আশা করছেন এই আলাদা রাজ্য হলে ইমরানের ভাগ্যের চাকাটা ঘুরবে, কারণ এই দাবিটা বহু দিনের।

ইমরানের কি সংখ্যার জোর রয়েছে?

প্রতিদিন সমর্থনের প্রতিমায় রক্তক্ষরণ হচ্ছে। সংসদের নিম্নকক্ষ, ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৩৪২ জন সদস্যের মধ্যে শাসক গোষ্ঠীর ১৭৯ জন। রবিবার জামুরি ওয়াতন পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, তাদের বড় কোনও সংখ্যা ছিল না মোটেই, সবেধন নীলমণিটি ছিলেন, মানে এক জন, কিন্তু একের জোর কোনও কোনও সময় একশোর চেয়েও বেশি। আপাতত, পাক শাসকের সংখ্যাটা ১৭৮। ইমরান অবশ্য তরিটা তিরে ভেড়ানোর প্রচেষ্টার কোনও ত্রুটি রাখছেন না। ফলে তাঁর আর তিন সঙ্গী দল, পিএমএল-কিউ, বালুচিস্তান আওয়ামি পার্টি এবং মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট পাকিস্তান, অনাস্থা ভোটের বিরুদ্ধে যাবে বলে জানিয়েছে। এই ভাবে ইমরান মোটামুটি ১৭ জনের সমর্থন নিশ্চিত করেছেন। এঁরা ইমরানের কাছে এই বার্তাও পৌঁছে দিয়েছে যে, আমাদের মাথা নত রয়েছে তোমার চরণতলে, কিন্তু ইমরানের নিজের দল, পিটিআই, সেখানেই যে বিপদের ছড়াছড়ি। ডজনকে-ডজন সদস্যকে তাঁর পক্ষে আনতে হবে। ফোঁসফোঁসানো তাঁদের বন্ধ করতে হবে। তাঁদের বিদ্রোহ অতি সুচতুর ভাবে দমন করতে হবে। কিন্তু বিনাশকাল যখন চলে আসে, তখন বুদ্ধি চলে না, চলতে পারে না। ইমরান নিজেই সেই প্রমাণটি করবেন-- এখন তাঁর সেই দশা কিনা! গুটিকয় দিন শুধু সবুর করতে হবে আমাদের।

pakistan Imran
Advertisment