Advertisment

Pakistan National Day: শত্রুতার অবসান? দিল্লিতে পালিত হবে পাকিস্তানের জাতীয় দিবস!

Lahore Resolution: ভারত এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধই ছিল। এই দুই দেশ যে প্রতিবেশী, সেটা বোঝাই যেন দায় হয়ে পড়েছিল। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে ইসলামাবাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Minar-e-Pakistan, Lahore Resolution

Minar-e-Pakistan-Lahore Resolution: লাহোর প্রস্তাব অনুযায়ী সবটা হবে। (ছবি-এক্সপ্রেস)

Pakistan National Day on Lahore Resolution: পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসতেই দুই দেশের মধ্যে শত্রুতা কমানোর চেষ্টা শুরু হয়েছে। আর, এক্ষেত্রে সামনে রাখা হচ্ছে লাহোর প্রস্তাব। আপাতত 'low-key and low-risk' পদ্ধতিতে দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি নতুন কিছু নয়। ধর্মভিত্তিকভাবে দেশভাগের পর দুই দেশের মধ্যে বিবাদ স্বাধীনতার পর থেকেই চলছে। তার পর মধ্যে গিয়েছে কোভিড অতিমারি। সেসবের জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধই ছিল। এই দুই দেশ যে প্রতিবেশী, সেটা বোঝাই যেন দায় হয়ে পড়েছিল। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে ইসলামাবাদ। কারণ, পাকিস্তানের আর্থিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে ভারতের সহযোগিতা পেলে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে। এমনটাই মত পাকিস্তানের নতুন সরকারের। সেকথা মাথায় রেখেই পাকিস্তান এই বছর আবার নতুন দিল্লিতে 'জাতীয় দিবস' উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তান 'জাতীয় দিবস' পালন করা হয়। এই তারিখটি স্থির হয়েছিল ১৯৪০ সালে মুসলিম লিগের লাহোর প্রস্তাবে।

Advertisment
  • ২৮ মার্চ দিল্লিতে পাকিস্তান 'জাতীয় দিবস' পালনের তোড়জোড় করছে।
  • ১৯৫৬ সালের এই দিনে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তার প্রথম সংবিধান গ্রহণ করে।

কী ছিল লাহোর প্রস্তাবে?

১৯৪০ সালে পেশ হয়েছিল লাহোর প্রস্তাব। ওই বছর ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত, লাহোরে সাধারণ অধিবেশন চলেছিল মুসলিম লিগের। অল-ইন্ডিয়া মুসলিম লিগ সেই প্রস্তাবে ভারতে মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের আহ্বান জানায়। সেটাই ছিল লাহোর প্রস্তাব। সেই প্রস্তাবের কোথাও 'পাকিস্তান' শব্দটি ছিল না। এই প্রস্তাবে মুসলমানদের জন্য একটি থেকে দুটি পৃথক রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছিল। সেই কারণেই পাকিস্তান ওই দিনকে তার জাতীয় দিবস হিসেবে পালন করে। সেই মত, ১৯৫৬ সালের এই দিনে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তার প্রথম সংবিধান গ্রহণ করে। সেই সংবিধান অনুযায়ী পাকিস্তান, ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে পরিণত হয়েছে। ১৯৬০ থেকে ১৯৬৮ সালের মধ্যে, 'মিনার-ই-পাকিস্তান' সেই জায়গায় নির্মিত হয়েছিল যেখানে লাহোর প্রস্তাবটি গৃহীত হয়। সেই প্রস্তাবের পাঠ্য ওই মিনার বা টাওয়ারের গোড়ায় খোদাই করা আছে।

আরও পড়ুন- বেড়েছে সংখ্যা, কিন্তু ভারতে আদৌ সুরক্ষিত চিতাবাঘ? 

কীভাবে দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবস পালিত হবে?

পাকিস্তানের জাতীয় দিবস ২৩ মার্চ বা তার কাছাকাছি সময়ে নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাস ভবনে পালিত হয়। এই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক এবং ভারতীয়রাও অংশ নেবেন। সাধারণত, ভারতের একজন ক্যাবিনেট মন্ত্রী বা একজন প্রতিমন্ত্রীকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর পাকিস্তান হাইকমিশনার এবং প্রধান অতিথি বক্তৃতা দেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে এই বছর ২৮ মার্চ দিল্লিতে পাকিস্তান 'জাতীয় দিবস' পালনের তোড়জোড় করছে।

India national pakistan
Advertisment