মঙ্গলবার (৫ সেপ্টেম্বর), কংগ্রেস সাংসদ শশী থারুর স্মরণ করিয়ে দেন যে মহম্মদ আলি জিন্না 'ইন্ডিয়া' নামের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন। কারণ, ভারতের ইন্ডিয়া নাম পাওয়ার অর্থ হল, আমাদের দেশ (ভারত) ব্রিটিশরাজের উত্তরসূরি। আর, পাকিস্তান একটি বিচ্ছিন্ন রাষ্ট্র। মঙ্গলবার থেকে বিরোধী দলের রাজনৈতিক নেতারা 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র পরিবর্তে 'প্রেসিডেন্ট অফ ভারত' দ্বারা আয়োজিত একটি জি২০ নৈশভোজের আনুষ্ঠানিক আমন্ত্রণের ছবি পোস্ট করছেন। যাতে দেশের নামকরণ বিতর্ক তুঙ্গে উঠেছে। সংঘ পরিবারের পালটা দাবি, 'ভারত' নামকরণের বিরোধিতা আসলে পাকিস্তানের মদতপুষ্ট। আর, সেই কারণেই স্বাধীনতা এবং দেশভাগের সময়ে ঠিক কী ঘটেছিল, সেদিকে নজর দেওয়া জরুরি।
জিন্নার মুসলিম রাষ্ট্রের দাবি
পাকিস্তানের প্রতিষ্ঠাতা তথা জনক মহম্মদ আলি জিন্না সর্বদা চেয়েছিলেন যে নতুন মুসলিম মাতৃভূমিকে পাকিস্তান বলা হোক। যার অর্থ হল, 'বিশুদ্ধ দেশ'। যদিও পাকিস্তান আদি ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তবুও জিন্না চাননি যে নতুন দেশের নামের সঙ্গে 'ভারত'-এর কোনও সম্পর্ক থাকুক। 'ইন্ডিয়া' শব্দটি নিয়ে এই কারণে উভয় দেশের ঝগড়ার খবর পাওয়া যায়নি, কারণ জিন্না নতুন তৈরি করা দেশটির জন্য ইসলামিক-শব্দযুক্ত যে নামটি বেছেছিলেন, তা হল- 'পাকিস্তান'। এমনটাই ইতিহাসবিদ জন কে তাঁর 'ইন্ডিয়া: এ হিস্ট্রি (হার্পার প্রেস, ২০০০)' বইয়ে লিখেছেন।
পাকিস্তান নামের উৎপত্তি
'পাকিস্তান' শব্দটি আসলে ১৯৩৩ সালে চৌধুরি রহমত আলি দ্বারা তৈরি হয়েছিল। এটি ছিল ভারতের পাঁচটি প্রদেশের সংক্ষিপ্ত রূপ- পঞ্জাব (পি), উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বা আফগান প্রদেশ (এ), কাশ্মীর (কে), সিন্ধু (এস) এবং বেলুচিস্তান (স্তান)। ১৯৪০-এর দশকে উপমহাদেশে একটি পৃথক ইসলামি রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু হওয়ার সময়, মুসলিম লিগের বক্তৃতা এবং চিঠিপত্রে নামটি সর্বব্যাপী হয়ে ওঠে। বিভাজন নিশ্চিত হওয়ার সময়, 'পাকিস্তান' ছিল নতুন ইসলামি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের পছন্দের নাম।
আরও পড়ুন- কেন্দ্রে-সব রাজ্যে একসঙ্গে ভোটের পক্ষে বিজেপি, আদৌ সম্ভব? নির্বাচন কমিশনের যুক্তি…
ভারতকে 'ইন্ডিয়া' বলতে নারাজ ছিলেন
তবে তিনি স্বাধীন ভারতকে 'ইন্ডিয়া' বলতে চাননি। জন কে লিখেছেন, 'তিনি (জিন্না) এই ধারণার মধ্যে ছিলেন যে কোনও রাষ্ট্রই (ভারত বা পাকিস্তান) ব্রিটিশের দেওয়া ইন্ডিয়া নামকরণ গ্রহণ করতে চাইবে না। শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন তাঁর দেশের নাম ইন্ডিয়া রাখার প্রস্তাব মেনে নেওয়ার পরেই জিন্নার ভুল ভাঙে। মাউন্টব্যাটেনের কাছে ভারতের ইন্ডিয়া নাম পাওয়ার কথা জানতে পেরে জিন্না রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন।' কারণ, 'ইন্ডিয়া' নাম পাওয়ার অর্থ হল, ভারত ব্রিটিশ 'ইন্ডিয়া'র উত্তরসূরি। আর, পাকিস্তান সেই ব্রিটিশ 'ইন্ডিয়া' থেকে বিচ্ছিন্ন হওয়া এক রাষ্ট্র।