Advertisment

Gaza: অশান্তি অব্যাহত, প্যালেস্তাইন অথরিটি সরকারের পতন, কী ভবিষ্যৎ গাজার?

Palestine: পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম মিলে তৈরি হয়েছে প্যালেস্তাইন রাষ্ট্র। এই সমস্ত অঞ্চলের বিভিন্ন জায়গা ইজরায়েল দখল করে রেখেছে বলেই অভিযোগ প্যালেস্তাইনবাসীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Palestinian Authority, Israel

Palestinian Authority-Israel: গত ২৬ ফেব্রুয়ারি ইজরায়েল-অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। (ছবি: রয়টার্স)

Palestinian Authority West Bank: গাজা যুদ্ধের অবসান না-হওয়ায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) পশ্চিম তীরের প্যালেস্তাইন কর্তৃপক্ষ প্রতিবাদে সরকার থেকে পদত্যাগ করেছে। এই পদক্ষেপ প্যালেস্তাইন কর্তৃপক্ষ বা প্যালেস্তাইন অথরিটি (পিএ) পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে প্যালেস্তাইন কর্তৃপক্ষ যুদ্ধের শেষে সকলের সমর্থনের ওপর নির্ভর করে গাজা শাসন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রও এমন একটি ব্যবস্থার জন্য চাপ দিচ্ছিল। পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম মিলে তৈরি হয়েছে প্যালেস্তাইন রাষ্ট্র। এই সমস্ত অঞ্চলের বিভিন্ন জায়গা ইজরায়েল দখল করে রেখেছে বলেই অভিযোগ প্যালেস্তাইনবাসীর। এই পরিস্থিতিতে পশ্চিম তীর সরকারের পদত্যাগের বিরাট তাৎপর্য রয়েছে।

Advertisment
  • ১৯৯৩-৯৫ সালের অসলো চুক্তির পরে প্যালেস্তাইন অথরিটি (পিএ) তৈরি করা হয়েছিল।
  • বর্তমানে, পিএ-তে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর আধিপত্য রয়েছে।
  • মুস্তাফা একজন অর্থনীতিবিদ। তিনি বিশ্ব ব্যাংকে কাজ করেছেন।

প্যালেস্তাইন কর্তৃপক্ষ, ফাতাহ এবং হামাস
১৯৯৩-৯৫ সালের অসলো চুক্তির পরে প্যালেস্তাইন অথরিটি (পিএ) তৈরি করা হয়েছিল। এই চুক্তি অনুযায়ী ইজরায়েল এবং প্যালেস্তাইন প্রথমবার আনুষ্ঠানিকভাবে একে অপরকে স্বীকৃতি দেয়। পিএ প্রথমে প্যালেস্তাইন রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা হবে বলে কথা ছিল। কিন্তু, অশান্তি থামেনি। প্যালেস্তাইন রাষ্ট্রের অস্তিত্বও বাস্তবায়িত হয়নি। বর্তমানে, পিএ-তে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর আধিপত্য রয়েছে। গাজায়, হামাস ২০০৬ সালের নির্বাচনে ফাতাহকে পরাজিত করার পর থেকে ক্ষমতায় রয়েছে। ধর্মনিরপেক্ষ এবং মধ্যপন্থী ফাতাহ, হামাসের চেয়ে পশ্চিমী বিশ্বের কাছে বেশি গ্রহণযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চায়, যুদ্ধের পরেও ফাতাহই গাজার শাসনভার গ্রহণ করুক। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মহম্মদ শতায়েহ এবং তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করেছে।

আরও পড়ুন- কর্ণাটকে মন্দির আইন বদলাতে বিরাট উদ্যোগ সিদ্দারামাইয়ার, প্রাণপণে ঠেকাল বিজেপি

পরবর্তী প্রধানমন্ত্রী মুস্তাফা
প্রেসিডেন্ট আব্বাস পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষিত মহম্মদ মুস্তাফাকে বেছে নেবেন বলেই বিভিন্ন মহলের ধারণা। মুস্তাফা একজন অর্থনীতিবিদ। তিনি বিশ্ব ব্যাংকে কাজ করেছেন। বর্তমানে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর পক্ষে পশ্চিমী দুনিয়ার সঙ্গে কাজ করা সহজ হতে পারে। শাতায়েহ তাঁর পদত্যাগের বিবৃতিতে বলেছেন, 'আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী পর্যায়ে এবং গাজার চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। যা গাজা উপত্যকায় উদীয়মান বাস্তবতা, জাতীয় ঐক্য আলোচনা এবং আন্তঃ-প্যালেস্তাইনের জরুরি প্রয়োজনকে মাথায় রাখবে। জাতীয় ভিত্তি, ব্যাপক অংশগ্রহণ, পদমর্যাদার ঐক্য এবং সমগ্র প্যালেস্তাইন ভূখণ্ডে প্যালেস্তাইন কর্তৃপক্ষের সার্বভৌমত্বের সম্প্রসারণের ভিত্তিতে ঐকমত্য পোষণ করবে।' আব্বাস তাঁর উত্তরসূরি নির্বাচন না-করা পর্যন্ত শাতায়েহকেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন।

USA Palestine Gaza Strip Israel-Palestine clash army
Advertisment