scorecardresearch

সংসদের শীতকালীন অধিবেশনে মোট ২৭টি নতুন বিল পাশ করাতে চায় কেন্দ্র

নাগরিকত্ব সংশোধনী বিল তো আছেই, সব মিলিয়ে এবারের অধিবেশনে মোট ২৭টি নতুন বিল পাশ করাতে চায় কেন্দ্র।

Parliament Winter Session, New Bill
ফাইল ছবি

সংসদের শীতকালীন অধিবেশন চলবে ২৩ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে মোট ২৭টি নতুন বিল পাশ করানোর চেষ্টা করা হবে , এ ছাড়া আরও ১২টি বকেয়া বিল পাশ করানোর চেষ্টাও হবে। ৭টি বিল প্রত্যাহার করতে চায়  সরকার।

নতুন বিলগুলির মধ্যে রয়েছে নাগরিকত্ব (সংশোধনী) বিল, যার আগের সংস্করণ পূর্বতন লোকসভায় তামাদি হয়ে গিয়েছে। এ ছাড়া পাশ করানোর চেষ্টা করা হবে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিল। ই-সিগারেট নিষিদ্ধ এবং দেশীয় কোম্পানিগুলিকে সুবিধা দেবার জন্য আয়কর আইন সংশোধন সংক্রান্ত অর্ডিন্যান্স বিলে রূপান্তর করা হবে।

সংসদে যে বিলগুলি আগেই আনা হয়েছিল, তার মধ্যে রয়েছে বাঁধ নিরাপত্তা বিল, যাতে কিছু বাঁধের উপর নজরদারির বিষয়, রয়েছে ট্রান্সজেন্ডারদের অধিকার সম্পর্কিত বিল এবং আসাম ও কর্নাটকের তফশিলি উপজাতিদের তালিকা সংশোধন।

 

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Parliament winter session cab 27 new bill to pass