Advertisment

Paytm: শেষ তারিখ ১৫ মার্চ, তারপরে আরবিআইয়ের নতুন নির্দেশিকায় বেকায়দায় পড়তে পারেন আপনিও

RBI: বিধিনিষেধ লঘু করার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে। অ্যাকাউন্ট বন্ধ নিয়ে ভোক্তাদের প্রশ্নের শেষ নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Reserve Bank, Paytm

Reserve Bank: রিজার্ভ ব্যাংক (ফাইল ছবি)

RBI Payments Bank: আগামী ১৫ মার্চের পরে পেটিএম (Paytm) পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে কোনও আর্থিক লেনদেন করা যাবে না। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই), পেটিএম পেমেন্টস ব্যাংক (PPBL)-এর ওপর বিধিনিষেধ লঘু করার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে। অ্যাকাউন্ট বন্ধ নিয়ে ভোক্তাদের প্রশ্নের শেষ নেই।

Advertisment

গতমাসেই তারিখ ঘোষণা

গ্রাহকদের জন্য শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) হামেশাই উঠে আসা প্রশ্নোত্তরের (FAQs) একটি বিশদ তালিকা প্রকাশ করেছে আরবিআই। এর আগে গত মাসে নানা অভিযোগের প্রেক্ষিতে রিজার্ভ ব্যাংক, পেটিএম পেমেন্টস ব্যাংকে যাবতীয় লেনদেন ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারির পর বন্ধ বলে জানিয়ে দিয়েছিল। গ্রাহকদের কথা মাথায় রেখে সেই তারিখই বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে।

Paytm, RBI
Paytm-RBI: গত মাসে আরবিআই ২৯ ফেব্রুয়ারি চূড়ান্ত সময়সীমা ধার্য করেছিল। (রয়টার্স/অমিত ডেভ/ফাইল ছবি)

পেটিএম পেমেন্টস ব্যাংক ওয়ালেট

নতুন নির্দেশিকায় আরবিআই স্পষ্ট জানিয়েছে, ২০২৪ সালের ১৫ মার্চের পরে পেটিএম পেমেন্টস ব্যাংকের ওয়ালেট ব্যবহারকারীরা টপ-আপ করতে পারবেন না। ওয়ালেটে টাকা স্থানান্তর করতে পারবেন না। ক্যাশব্যাক বা ওয়ালেটে ফেরত ছাড়া অন্য কোনও ক্রেডিট গ্রহণ করতে পারবেন না। তবে, ওয়ালেট ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়সীমার পরেও এখান থেকে অন্য ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।

যা করতে পারবেন গ্রাহকরা

একজন গ্রাহক পেটিএম পেমেন্ট ব্যাংক ওয়ালেট বন্ধ করে অন্য ব্যাংকে তাঁদের অ্যাকাউন্টে ব্যালেন্স স্থানান্তর করতে পারেন। এর জন্য, একজন গ্রাহক ব্যাংকে গিয়ে এই কাজটি করতে পারেন। অথবা, তাঁর ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করতে পারেন। যে গ্রাহকের কেওয়াইসি পুরোপুরি দেওয়া আছে, তিনি ওয়ালেটের ক্ষেত্রে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স স্থানান্তর করতে পারেন। ন্যূনতম কেওয়াইসি যাঁদের দেওয়া আছে, তাঁদের ক্ষেত্রে, একজন গ্রাহক তাঁর অর্থ ফেরতের জন্য ব্যাংকের কাছে অনুরোধ করতে পারেন। এমনটাই জানিয়েছে আরবিআই।

আরবিআই জানিয়েছে

ন্যূনতম কেওয়াইসি যে ওয়ালেটগুলোর ক্ষেত্রে লেগেছে, সেগুলো শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে। আইন অনুযায়ী, একটি ন্যূনতম-কেওয়াইসি ওয়ালেট ন্যূনতম তথ্য দিয়ে খোলা যেতে পারে। সেই ন্যূনতম তথ্যের মধ্যে রয়েছে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড)-র সাহায্যে নিজের পরিচয় দেওয়া। আর, একটি অনন্য পরিচয় প্রদান বা পরিচয় নম্বর সহ যাচাই।

আরও পড়ুন- ‘নটি বয়’-কে নিয়ে দুশ্চিন্তায় মোদী সরকার, অস্বস্তিতে শীর্ষকর্তারা

সোজা কথায়

পেটিএম পেমেন্ট ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্টে যতদিন ব্যালেন্স থাকবে, ততদিন গ্রাহক ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ১৫ মার্চের পর আর নতুন করে টাকা জমা করতে পারবেন না। ১৫ মার্চের পর থেকে আর ইউপিআই বা আইএমপিএসের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন না। ১৫ মার্চের পর পেটিএম অ্যাকাউন্টে বেতনও ক্রেডিট হবে না। এর মধ্যে অন্য ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট সরাতে বলা হয়েছে।

bank RBI Paytm
Advertisment