scorecardresearch

Explained: কোচি ওয়াটার মেট্রোর উদ্বোধন মোদীর, এই সরকারি নৌকো পরিষেবা আদৌ আরামদায়ক?

মঙ্গলবার পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন হয়েছে।

Kochi Water Metro

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (২৫ এপ্রিল) কোচি ওয়াটার মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন করেছেন। এই ধরনের সরকারি জলযান পরিষেবা ভারতে প্রথম। কারণ, এই পরিষেবা মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

কোচি ওয়াটার মেট্রো কী?
কোচি ওয়াটার মেট্রো হল এমন একটি প্রকল্প, যা কোচি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRL) দ্বারা পরিচালিত। এই প্রকল্পে আর্থিক সাহায্য করেছে জার্মান সংস্থা ক্রেডিটানস্টাল্ট ফর উইডেরাউফবাউ (Kreditanstalt für Wiederaufbau)। এই বোট ব্যাটারিচালিত, শীতাতপ নিয়ন্ত্রিত, প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য সুবিধাজনক। এমনভাবেই তা তৈরি করা হয়েছে। এই ওয়াটার মেট্রো বোটগুলো জলাশয়ে সচল থেকে অন্য যে কোনও ফেরি বা চিরাচরিত নৌকোর মত পরিষেবা দিচ্ছে। এতে আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা আছে।

কীভাবে মেট্রো রেল প্রকল্পের সঙ্গে ওয়াটার মেট্রো যুক্ত?
কোচি ওয়াটার মেট্রোকে কোচি মেট্রো রেলের একটি সহযোগী পরিষেবা হিসেবে পরিকল্পনা করা হয়েছে। ২০১৭ সাল থেকে এই ওয়াটার মেট্রো পরিষেবার কাজ চলছিল। কোচি মেট্রোর কোচের সঙ্গে সঙ্গতি রেখে এর ডিজাইন করা হয়েছে। বোটের টার্মিনাল, যাত্রী প্রবেশ, প্রস্থান, টিকিট কাউন্টার এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেও কোচি মেট্রো রেলের মিল আছে। এর সমস্ত জেটিতে নৌকা পরিষেবা সম্পর্কে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে লেখা রয়েছে। পরিষেবাগুলো পুরোদমে কাজ করার সময় সমস্ত ঘোষণাগুলো ইংরেজি, হিন্দি এবং মালায়ালম ভাষায় করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন-সহ বোটে যাত্রীদের প্রবেশ এবং প্রস্থান একেবারে কোচি মেট্রোর ব্যবস্থাপনার মতই।

আরও পড়ুন- বিরোধী জোটে জলঘোলা, কংগ্রেসকে মানলেও রাহুলকে নেতা মানতে নারাজ চন্দ্রশেখর

মূল ভূখণ্ডের সঙ্গে ১০টি দ্বীপকে যুক্ত করেছে
ওয়াটার মেট্রো বোট পরিষেবা কেরলের বাণিজ্যিক কেন্দ্র কোচির মূল ভূখণ্ডের সঙ্গে ১০টি দ্বীপকে যুক্ত রাখবে। ৭৬ কিলোমিটার দূরত্ব, ৩৮টি জেটি এবং ৭৮টি নৌকো নিয়ে এই পরিষেবা চলবে। এই প্রকল্পে দূষণ দূর করা ব্যাটারিচালিত নৌকোগুলি শব্দমুক্ত। চিরাচরিত ফেরির চেয়ে তা জলের মধ্যে অনেক কম তরঙ্গ তৈরি করে। এর সব টার্মিনালে নৌকো রিচার্জিং করার সুবিধা আছে। প্রতিটি নৌকো তৈরি করতে খরচ হয়েছে ৭ কোটি টাকা। এই নৌকোগুলি প্রতিঘণ্টায় ৮ নটিক্যাল মাইল গতিতে যেতে পারে। আর, এর অ্যালুমিনিয়াম-ক্যাটামারান হুলের বৈশিষ্ট্যযুক্ত। এখানকার প্রতিটি নৌকোয় ৫০ জন করে যাত্রীর বসার ক্ষমতা আছে। আর, মোট ১০০ যাত্রী বহন করতে পারে।

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Pm narendra modi on tuesday inaugurated the first phase of the kochi water metro