Advertisment

PM SHRI: 'পিএম শ্রী' প্রকল্প! চালু করতে রাজ্যগুলোকে চাপ দিচ্ছে কেন্দ্র, কিন্তু কেন?

Schools Scheme: শিক্ষা মন্ত্রক অবশ্য এই অর্থ বরাদ্দ না করার কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ২০২২ সালে অনুমোদিত এই শিক্ষা প্রকল্পটি জাতীয় শিক্ষানীতি (NEP) মেনে স্কুলের উন্নয়ন করতে চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Students planted tree seeds to protect nature

West Bengal Students: কেন্দ্র তিনটি বিরোধীশাসিত রাজ্যে স্কুল শিক্ষার প্রকল্পে অর্থদান বন্ধ করে দিয়েছে।

PM SHRI schools scheme: 'পিএম শ্রী' প্রকল্প (স্কুল) প্রকল্প চালু করার জন্য রাজ্যগুলোকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, যে রাজ্যগুলো 'PM SHRI' (PM Schools for Rising India) বাস্তবায়ন না করলে শিক্ষা তহবিলের পুরোটা পাবে না। এটা এই কর্মসূচিরই অঙ্গ।

Advertisment

স্কুল শিক্ষায় অর্থদান বন্ধ

কেন্দ্র তিনটি বিরোধী-শাসিত রাজ্যে স্কুল শিক্ষার প্রকল্পে অর্থদান বন্ধ করে দিয়েছে। কারণ, এই রাজ্যগুলো 'PM SHRI' প্রকল্প বাস্তবায়ন করতে অস্বীকার করেছে। এই তিন রাজ্য হল- পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং দিল্লি। শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার (RTE) আইন, ২০০৯-এর বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার অর্থ দিত। সেটাই বন্ধ করে দেওয়া হয়েছে।

Narendra Modi, Swearing, নরেন্দ্র মোদী, শপথগ্রহণ
Narendra Modi: তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী।

তিন রাজ্যেকে অর্থবরাদ্দ করা হয়নি
২০২৩-২৪ সালের তৃতীয় এবং চতুর্থ ত্রৈমাসিক এবং ২০২৪-২৫ এর প্রথম ত্রৈমাসিকের জন্য দিল্লি, পঞ্জাব এবং পশ্চিমবঙ্গের শিক্ষাখাতের জন্য আর্থিক বরাদ্দ হওয়ার কথা ছিল যথাক্রমে ৩৩০ কোটি টাকা, ৫১৫ কোটি টাকা এবং ১,০০০ কোটি টাকা। সেটাই বরাদ্দ করা হয়নি।

আরও পড়ুন- জম্মুতে জঙ্গি হামলা বেড়েছে, চরম সতর্কতা জারি! কারণটা কী?

শিক্ষা মন্ত্রক কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি
শিক্ষা মন্ত্রক অবশ্য এই অর্থ বরাদ্দ না করার কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ২০২২ সালে অনুমোদিত এই শিক্ষা প্রকল্পটি জাতীয় শিক্ষানীতি (NEP) মেনে স্কুলের উন্নয়ন করতে চায়। মডেল স্কুল গড়তে চায়। বর্তমান প্রাথমিক, মাধ্যমিক এবং সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে থেকে বেছে কেন্দ্রীয় সরকার এই মডেল স্কুল তৈরি করতে চায়। এই সব স্কুলগুলো দেশজুড়ে ছড়িয়ে আছে। যা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন পরিচালনা করে।

বিদ্যালয়ের তালিকা
PM SHRI ড্যাশবোর্ডের অনলাইনে বর্তমানে ১০,০৭৭টি বিদ্যালয়ের তালিকা আছে। যার মধ্যে ৮৩৯টি কেন্দ্রীয় বিদ্যালয় এবং ৫৯৯টি নবোদয় বিদ্যালয়। উভয়ই কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। অবশিষ্ট ৮,৬৩৯টি স্কুল রাজ্য বা স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হয়।

West Bengal school education Modi Government
Advertisment