Advertisment

‘Potency test’ for Prajwal: দেবেগৌড়ার নাতির যৌনক্ষমতা পরীক্ষা! বাঁচানোর কোনও ছক নাকি?

Sexual assault cases: আপাতত প্রজ্জ্বলকে ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Devegowda, Prajwal, দেবেগৌড়া, প্রজ্জ্বল,

Devegowda-Prajwal: বামদিকে দেবেগৌড়া ও ডানদিকে প্রজ্জ্বল। (ছবি- ফেসবুক)

Potency test even relevant for sexual assault cases: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি ধর্ষণ মামলায় অভিযুক্ত। সেই প্রজ্জ্বলের যৌন ক্ষমতা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই সাংসদ কি আদৌ যৌন নিপীড়ন করার ক্ষমতা ধরেন, তার পরীক্ষার আয়োজন করা হয়েছে। যেখানে পরীক্ষার বিষয়বস্তু, তিনি পুরুষাঙ্গের উত্থান, বিকাশ এবং সেই বিকাশ বজায় রাখতে সক্ষম কি না! এই যৌনক্ষমতা পরীক্ষা বিবাহবিচ্ছেদ, পিতৃত্ব এবং যৌন নির্যাতনের ক্ষেত্রেও হয়ে থাকে।

Advertisment

জার্মানি থেকে ফিরেছেন প্রজ্জ্বল
শুক্রবার জার্মানি থেকে বেঙ্গালুরু ফিরে এসেছেন জনতা দল (ধর্মনিরপেক্ষ) বা জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না। একটি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) তাঁকে হেফাজতে নিয়েছে। এই বিশেষ তদন্তকারী দলই প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত করছে। তদন্তকারীরা, সম্ভবত তাঁর যৌনক্ষমতা পরীক্ষা-সহ বিভিন্ন মেডিকেল পরীক্ষা করাতে পারেন। আপাতত প্রজ্জ্বলকে ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

যৌনক্ষমতা পরীক্ষা কী?
একজন পুরুষের যৌনক্রিয়া করতে সক্ষম হওয়ার জন্য পুরুষাঙ্গের উত্থান বা বিকাশ বা পুরুষাঙ্গের উত্থান বজায় রাখার ক্ষমতা আছে কি না, তা পরীক্ষা করা জরুরি। যৌন নিপীড়ন, বিবাহবিচ্ছেদ, এমনকী পিতৃত্বের মামলার ক্ষেত্রেও এই চিকিৎসা সংক্রান্ত 'প্রমাণ' পেশ করা জরুরি। বিবাহবিচ্ছেদ এবং পিতৃত্বের ক্ষেত্রে, সাধারণত যৌনক্ষমতা পরীক্ষা করা হয়।

বিভিন্ন পরীক্ষার অনুমতি
ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ধারা ৫৩ 'যৌন অপরাধের ক্ষেত্রে রক্ত, রক্তের দাগ, বীর্য, সোয়াব, থুতু, ঘাম, চুলের নমুনা, আঙুলের নখ কাটা, ডিএনএ-সহ আধুনিক বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে পরীক্ষা করার অনুমতি দেয়। যে পরীক্ষা কোনও রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় বলে মনে করেন, সেই পরীক্ষা করারই অনুমতি দেওয়া হয় এই সব ক্ষেত্রে।

আরও পড়ুন- মহাকাশ গবেষণায় মোড় ঘোরানো পদক্ষেপ, ‘অগ্নিবাণ’-এর কালজয়ী সাফল্য, আশার আলো মোদীর চোখে

যৌন নিপীড়নের ক্ষেত্রে পরীক্ষা কেন জরুরি?
যৌন নিপীড়নের ক্ষেত্রে, অভিযুক্ত আদৌ যৌনসংসর্গে সক্ষম কি না, সেই রিপোর্ট আদালতে পেশ করা হবে। এই যৌনক্ষমতা স্থায়ী নয়। এটা বিভিন্ন শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক কারণের ওপর নির্ভর করে। আর, সেই অনুযায়ী পরিবর্তিত হতে পারে। একজন মানুষ কোনও একটি ক্ষেত্রে যৌনক্ষমতা পরীক্ষার সময় ক্ষমতা বজায় রাখতে অক্ষম মানে এই নয় যে তিনি অন্য সময়েও নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারবেন না।

rape Devgowda JDS Sexual harassment Prajwal Revanna
Advertisment