কোভিড ভ্যাকসিনের তৃতীয় ডোজ এবার ১৮-র বেশি বয়সিরা ১০ এপ্রিল থেকে পাবেন, মিলবে বেসরকারি সেন্টারে। শুক্রবার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রক কী বলেছে?
যাঁদের বয়স ১৮ বছরের বেশি এবং ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস বা ৩৯ দিন পেরিয়েছে, তাঁরাই এই তৃতীয় ডোজ পেতে পারেন।
এই ভ্যাকসিন কি ফ্রি-তে মিলবে?
না, ফ্রি-তে মিলবে না। যেহেতু এই ভ্যাকসিন প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে নিতে হবে, তাই ভ্যাকসিনের জন্য দাম দিতে হবে। সে ক্ষেত্রে প্রাইভেট সেন্টারগুলি শীঘ্রই এর দাম ঘোষণা করবে। এবং কোউইনেও তা নথিভুক্ত করা হবে।
কারা নিখরচায় এই ডোজ পাবেন?
স্বাস্থ্যকর্মীরা এবং যাঁদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তাঁরা এই ভ্যাকসিন নিখরচায় সরকারি কেন্দ্র থেকে নিতে পারবেন। এখন যেমন নিচ্ছেন।
কোন ভ্যাকসিন দেওয়া হবে তৃতীয় ডোজ হিসেবে?
ভারত এ ক্ষেত্রে এক-ভ্যাকসিন নীতি নিয়েছে। মানে, যিনি কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েছেন, ওই ভ্যাকসিনটিরই তৃতীয় ডোজ পাবেন। একই ভাবে কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া থাকলে তৃতীয় ডোজ হিসেবে কোভ্যাক্সিনই নিতে হবে।
আরও পড়ুন Explained: নতুন XE ভ্যারিয়েন্ট নিয়ে এখনই চিন্তার কোনও কারণ নেই, জেনে নিন কেন?
তৃতীয় ডোজ নেওয়ার সময় হয়েছে, জানতে কি পারবেন?
হ্যাঁ, সেই সম্ভাবনা রয়েছে। সম্ভবত কো-উইনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে বলা হবে যে,আপনার তৃতীয় ডোজ নেওয়ার সময় এসেছে।
এ ক্ষেত্রে জানা দরকার যে, অনলাইন এবং অফলাইন দু'ভাবেই ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত ও অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। ফলে কো-উইনে স্লট বুক না করলেও ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে তৃতীয় ডোজ নিতে পারবেন, যে সব সেন্টারে হবে আপনার বাড়ির কাছেই।