Advertisment

Explained: তাঁর বিরুদ্ধে 'সুপারি' দেওয়া হয়েছে, মোদীর মন্তব্যে কেন শুরু হয়েছে তীব্র আলোড়ন?

মোদী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এর আগে ভিকে সিং-ও 'সুপারি' শব্দটি ব্যবস্থার করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi

শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করতে 'সুপারি' দেওয়া হয়েছে। তার একদিন পর রবিবার (২ এপ্রিল) কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিবাল মুখ খুলেছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, কারা তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টার 'সুপারি দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করতে। যাতে ওই ব্যক্তিদের সকলেই চিহ্নিত করতে পারেন। ঠিক কী বলেছিলেন প্রধানমন্ত্রী?

Advertisment

তিনি ভোপালে বন্দে ভারত এক্সপ্রেসের চলার সূচনা করেছেন। সেখানে বলেছেন, 'আমাদের দেশে বহু মানুষ আছেন, যাঁরা ২০১৪ থেকেই মোদীর ইমেজ নষ্টের জন্য উঠেপড়ে লেগেছেন। এই সব লোকজন বিভিন্ন ব্যক্তিকে ইমেজ নষ্ট করার জন্য সুপারিও দিয়েছেন। দেশে বহু লোক বসে আছেন, এই সব লোকজনকে সমর্থন করার জন্য। আর, কিছু লোক দেশের বাইরে থেকে কাজ করছেন। এই সব লোকজন লাগাতার মোদীর ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছেন।'

তার প্রেক্ষিতেই রবিবার সিবাল বলেছেন, 'মোদীজির অভিযোগ, দেশের ভিতর ও বাইরে থেকে মোদীজির কবর খোঁড়ার জন্য কিছু লোক চেষ্টা চালাচ্ছেন। দয়া করে সেই সব ব্যক্তিদের নামগুলো জানান। তারা কি কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ? এটা কোনও রাষ্ট্রের কাছে গোপন থাকতে পারে না। দয়া করে তাদের নাম জানান। আসুন, আমরা তাদের বিচার করি।' প্রধানমন্ত্রী যে 'সুপারি' শব্দটি ব্যবহার করেছেন, ভারতীয় ভাষায় তার চল আছে। এর অর্থ হত্যার জন্য চুক্তি। অথবা কাউকে আঘাতের জন্য চুক্তি।

আরও পড়ুন- সমুদ্রে কোটি কোটি প্লাস্টিক ভাসছে, আতঙ্কে খোদ গবেষকরাই!

অথবা, কোনও রাজনৈতিক ব্যক্তির ইমেজ নষ্ট করা, তাঁকে হয়রান করাও হতে পারে। প্রধানমন্ত্রী মোদীর মুখে এই 'সুপারি' শব্দের ব্যবহার নতুন হলেও, মোদী মন্ত্রিসভায় এই শব্দের ব্যবহার কিন্তু নতুন কিছু নয়। গত বছর, মোদী সরকারের সদস্য কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-কে 'সুপারি মিডিয়া' বলে অভিযোগ করেছিলেন। কারণ, ওই মার্কিন সংবাদপত্র অভিযোগ করেছিল যে, ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি সংস্থা ইজরায়েলের সাইবার সিকিউরিটি সংস্থা এনএসও গ্রুপের তৈরি নজরদারি সফটওয়্যার পেগাসাস কিনেছে।

Vande Bharat modi CONGRESS
Advertisment