Advertisment

Puja Khedkar: পূজা খেড়কর বিতর্ক, সেরা চাকরির কঠোর নিয়মের ফাঁদে এই আমলা?

DoPT inquiry: আইএএস পরীক্ষার্থী পূজা খেড়করের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। মহারাষ্ট্র সরকার মঙ্গলবার ট্রেনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার পূজা খেড়করকে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (এলবিএসএনএএ), মুসৌরিতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Puja Khedkar, DoPT inquiry, পূজা খেড়কর, বিভাগীয় তদন্ত,

Puja Khedkar-DoPT inquiry: কেন্দ্র গত বৃহস্পতিবার পূজা খেডকরের জমা দেওয়া সমস্ত নথি পরীক্ষা করার জন্য এক সদস্যের কমিটি গঠন করেছে। (ছবি-এক্সপ্রেস)

Puja Khedkar controversy: আইএএস পরীক্ষার্থী পূজা খেড়কর সম্প্রতি একটি বিভাগীয় (ডিওপিটি) তদন্তের মুখোমুখি হয়েছেন। মহারাষ্ট্র সরকার মঙ্গলবার ট্রেনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার পূজা খেড়করকে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (এলবিএসএনএএ), মুসৌরিতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব নীতিন গদ্রের জারি করা একটি চিঠি অনুসারে, এলবিএস ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মুসৌরিই পূজা খেড়করের জেলা প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মুখসচিবের চিঠিতে বলা হয়েছে, 'আপনাকে মহারাষ্ট্র রাজ্য সরকারের জেলা প্রশিক্ষণ কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আপনাকে ২৩ জুলাইয়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একাডেমিতে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।' এর আগে, কেন্দ্র গত বৃহস্পতিবার সিভিল সার্ভিসে তাঁর প্রার্থীপদের যোগ্যতা সুরক্ষিত করার জন্য প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেড়করের জমা দেওয়া সমস্ত নথি পরীক্ষা করার জন্য ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-এর অধীনে একটি এক সদস্যের কমিটি গঠন করেছে। অসামরিক সরকারি কর্মচারীদের কার্যকলাপ মূলত অল ইন্ডিয়া সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস, ১৯৬৮ এবং আইএএস (প্রবেশন) রুলস, ১৯৫৪ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সব বিধিতেই বলা আছে, কারা কোন সংরক্ষণের আওতায় পড়বেন।

Advertisment

পূজা খেড়করকে ঘিরে বিতর্ক

খেড়কর ২০২২ (UPSC) সিভিল সার্ভিসেস পরীক্ষায় ৮২১ ব়্যাংক পেয়েছিলেন। অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) এবং শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) কোটায় তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS) বিভাগে চাকরি পান। কিন্তু, তিনি আদৌ ওই সব কোটার সুবিধা পাবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। পাশাপাশি, খেড়করের বিরুদ্ধে একাধিকবার অসদাচরণের অভিযোগ উঠেছে। বিশেষ সুযোগ-সুবিধা চাওয়া থেকে শুরু করে, জেলাশাসকের অফিসের আগের চেম্বার 'দখল' করা, তাঁর ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি অডি সেডানে বিনা অনুমতিতে লাল-নীল বাতি ব্যবহার করার অভিযোগ উঠেছে এই প্রবেশনারি আইএএসের বিরুদ্ধে। ওই গাড়ি তিনি 'উপহার' হিসেবে পেয়েছেন বলেই দাবি পূজার। এই বিতর্কের মধ্যে, মহারাষ্ট্র সরকার ৮ জুলাই খেড়করকে পুনে থেকে ওয়াশিমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে।

Puja Khedkar, Car, পূজা খেড়কর, গাড়ি,
Puja-Car: তিনি যে অডি সেডান গাড়িটি ব্যবহার করতেন, সেটি এখন পুনে পুলিশের হেফাজতে রয়েছে। (এক্সপ্রেস ছবি)

পরিষেবা সংক্রান্ত নিয়ম
সমস্ত আইএএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসারদের পরিষেবা বরাদ্দ করার সময় এবং প্রশিক্ষণ শুরু করার সময় থেকে এআইএস (কন্ডাক্ট) বিধি লাগু হয়ে যায়। এআইএস (আচরণ বা কন্ডাক্ট) বিধি ৩ (১) বলে, 'পরিষেবার সময় প্রতিটি সদস্যকে সর্বদা কর্তব্যের প্রতি নিখুঁত সততা এবং নিষ্ঠা বজায় রাখতে হবে। পরিষেবা প্রদানকারী সরকারি কর্মচারী এমন কিছু করবেন না, যা পরিষেবার জন্য অপ্রীতিকর হয়।' কিন্তু, এই বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পূজা খেড়করের বিরুদ্ধে।

প্রবেশনারি অফিসারদের জন্য নিয়ম
প্রবেশনারিদের জন্য একটি অতিরিক্ত নিয়ম রয়েছে। যা তাঁদের প্রবেশনের সময়কালে অফিসারদের আচরণকে নিয়ন্ত্রিত করে। এই নিয়ম, পরিষেবা দানের জন্য নির্বাচিত হওয়ার পরে কমপক্ষে দুই বছর স্থায়ী হয়। এর মধ্যে মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (LBSNAA) অফিসারদের প্রশিক্ষণের সময়কালও অন্তর্ভুক্ত রয়েছে। দুই বছরের শেষে, অফিসাররা একটি পরীক্ষায় বসেন। যা ক্লিয়ার করার পরে তাঁরা তাদের নিজ নিজ পরিষেবা দানের জন্য উপযুক্ত বলে ঘোষিত হন। পূজা খেড়কর বর্তমানে প্রবেশনারি অফিসার। তাঁর ক্ষেত্রেও তাই বেশকিছু নিষেধাজ্ঞা আছে। যেগুলো তিনি ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে।

IAS Modi Government rules
Advertisment