Advertisment

রাহুল গান্ধীর মাসে ৬০০০ টাকার প্রতিশ্রুতি: লাভবান কারা?

কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর মোতাবেক, ২০১১ সালে ভারতে পরিবারের সংখ্যা ২৪,৯৫ কোটি। ২০১১ সালের হিসেব ধরলে একটা বড় অংশের অর্থ, মোট ১৬.৮৭ কোটি টাকা চলে যাবে গ্রামীণ এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Minimum Income

দেশের দরিদ্রতম মানুষদের ২০ শতাংশ মাসে ৬০০০ টাকা করে পাবেন বলে ঘোষণা করেছেন রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঘোষণা করেছেন দেশের দরিদ্রতম অংশের মানুষদের ২০ শতাংশকে মাসে ৬০০০, অর্থাৎ বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে।

Advertisment

কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর মোতাবেক, ২০১১ সালে ভারতে পরিবারের সংখ্যা ২৪,৯৫ কোটি। ২০১১ সালের হিসেব ধরলে একটা বড় অংশের অর্থ, মোট ১৬.৮৭ কোটি টাকা চলে যাবে গ্রামীণ এলাকায়। দেশের শহরাঞ্চলে পরিবারের সংখ্যা সে সময়ে ছিল ৮.০৮ কোটি।

আরও পড়ুন, আজমগড়ে কেন এবার মুলায়মের বদলে অখিলেশ?

এর মধ্যে একেবারে নিচের তলার ২০ শতাংশকে এই যোজনার আওতায় নিয়ে এলে মোট বার্ষিক খরচ হবে ৩,৬০০০০ কোটি টাকা(৭২,০০০X ৫ কোটি হিসেবে)। এই অঙ্ক ২০১৮-১৯ অর্থবর্ষে এনরেগা প্রকল্পে ব্যয় হওয়া ৫৫ হাজার কোটি টাকার ৬ গুণেরও বেশি।

যদিও কংগ্রেস ক্ষমতায় এলে এ প্রকল্পের মধ্যে ন্যূনতম রোজগার যোজনা অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে শুধু এই প্রকল্পের দৌলতে দেশে আর্থিক ঘাটতিতে আরও ১.৯ শতাংশ জিডিপি যুক্ত হয়ে পড়বে।

এমনকি এই প্রকল্পে খরচের পরিমাণ দাঁড়াবে দেশের স্বাস্থ্য বাজেট (১.৪ শতাংশ জিডিপি)-রও বেশি।

ম্যাক্রো অর্থনীতির পর্যায়ে এই খরচের প্রভাব পড়বে তিন ভাবে, ১) বৃদ্ধি- এ ধরনের ব্যয় পণ্য ও পরিষেবার খরচ সামান্য হলেও বাড়িয়ে তুলবে কারণ দরিদ্রতম মানুষেরা খরচ করবেন ন্যূনতম প্রয়োজন মেটাতে, ২) মুদ্রাস্ফীতি- ভোগ্যপণ্যের দাম চাহিদা বৃদ্ধির কারণেই বাড়বে, এবং ৩) রাজকোষ- এর ফলে সরকারের ঋণের খরচ বাড়বে, যার ফলে আর্থিকহ্রাসের পরিমাণ বাড়তে পারে।

এই প্রকল্প ঘোষণার সময়ে রাহুল গান্ধী বলেন, "এর ফলে দেশ থেকে দারিদ্র্য মুছে যাবে।" "দারিদ্র্যের উপর শেষ হামলা শুরু হয়ে গেছে। যদি কারও মাসিক আয় ১২ হাজার টাকার কম হয়, তাহলে ওই পরিমাণ অর্থ যাতে তিনি পান, আমরা তা সুনিশ্চিত করব।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শাণিয়ে রাহুল বলেন, "প্রধানমন্ত্রী মোদী যদি দেশের ধনীতমকে ৩,৫০,০০০ কোটি টাকা দিতে পারেন তাহলে আমরা সে অর্থ ভারতের দরিদ্রতম মানুষদের দিতে পারি।"

Read the Full Story in English

rahul gandhi
Advertisment