শুরু হল ব্রাজিলের রিও কার্নিভাল। ১৭ ফেব্রুয়ারি এই কার্নিভাল শুরু হয়েছে। রিও কানির্ভাল বরাবরই রং, সুর আর জীবনের উৎসব। আর, এইসব কারণেই রিও কার্নিভাল বিশ্বের বৃহত্তম পার্টি। এবছর এই উৎসবে প্রায় ৪ কোটি মানুষ অংশগ্রহণ করবে। এমনটাই মনে করছে রিও প্রশাসন।
কার্নিভালের উৎপত্তি ও ইতিহাস
ব্রাজিলে কার্নিভাল বরাবরই আকর্ষণীয়। কিন্তু, তাই বলে একথা মনে করার কোনও কারণ নেই যে, কার্নিভাল শুধু রিও বা ব্রাজিলেই সীমাবদ্ধ। অনলাইন বুৎপত্তি অভিধান অনুযায়ী, কার্নিভাল শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ 'কার্নে ভ্যাল' থেকে। যার বুৎপত্তিগত অর্থ বিদায়ের আগে মিলিত হওয়া। এই জাতীয় মিলিত হওয়ার ক্ষেত্রে নাচানাচি বা মোচ্ছবের কোনও স্থান থাকার কথা না। কিন্তু, বর্তমানে নাচ-গান কার্নিভালের অঙ্গ।
ধর্মীয় বিষয়
আর এটা এসেছে খ্রিস্টানদের 'লেন্ট' থেকে। এই কার্নিভালের সময়কাল ইস্টার পর্যন্ত স্থায়ী হয়। ইস্টার হল সেই উৎসব, যেদিন বিশ্বাস করা হয় যে যিশু খ্রিস্ট তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার পরে মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছিলেন। 'লেন্ট' সাধারণত ৪০ দিনের জন্য পালন করা হয়। রিও উদযাপন শুরু হয় 'অ্যাশ বুধবার' এর ঠিক এক সপ্তাহ আগে এবং এই পার্টিগুলো ডিসেম্বরে শুরু হয়।
যাজকের ভূমিকা
'লেন্ট'-এর প্রথম দিন 'অ্যাশ বুধবার' এবছর ২২ ফেব্রুয়ারি পড়েছে। এই সময় রিও-র কার্নিভাল শেষ হয়ে যাবে। রিডারস ডাইজেস্ট অনুযায়ী, 'বহু গির্জাতেই অ্যাশ বুধবার অনুষ্ঠিত হয়। এই সময় পুরোহিত বা যাজক ছাইয়ে একটি আঙুল ডুবিয়ে প্রতিটি মণ্ডলীর কপালে একটি ক্রস চিহ্ন এঁকে বলবেন, মনে রাখবেন যে আপনি ধূলিকণা, এবং আপনি ধূলিকণাতেই ফিরে যাবেন।'
আরও পড়ুন- চিনকে নিয়ে উদ্বিগ্ন আমেরিকা, মস্কোকে সাহায্য করছে বেজিং?
উপবাসের রীতি
উপবাস এবং বিরত থাকার জন্য ৪০-দিনের সময়কাল মরুভূমিতে যিশু খ্রিস্টের উপবাসের গল্পের অনুকরণে তৈরি হয়েছে। এই কাহিনিতে শয়তান তাঁকে বহুবার প্রলুব্ধ করেছিল। লেন্ট আরও দেখায় যে খ্রিস্টানরা প্রলোভন ঠেকাতে পারে। আধ্যাত্মিকতার প্রতি তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারে। আর, এই পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন কার্যকলাপে অংশ নেয়। যেমন, চকোলেট বা অন্যান্য লোভ ত্যাগ করে।
বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশে কার্নিভাল পালিত হয়। ভারতেও হয় এই উৎসব। খ্রিস্টান অধ্যুষিত গোয়ার কার্নিভাল ইতিমধ্যেই বেশ বিখ্যাত হয়ে উঠেছে।