Santal rebellion Hul Diwas Sido and Kanhu Murmu: ৩০ জুন, ১৮৫৫- সিধো এবং কানহু মুর্মু তাঁদের ভাই চান্দ, ভৈরব ও বোন ফুল, ঝানো-সহ, দামিন-ই-কোহ (বর্তমান পূর্ব ঝাড়খণ্ড) বনের পাহাড়ে একটি বিদ্রোহের নেতৃত্ব দেন। সাঁওতাল বিদ্রোহ, যাকে সাঁওতালি ভাষায় 'হুল' (বাংলা ভাষায় 'বিদ্রোহ') হিসেবে স্মরণ করা হয়। এই বিদ্রোহ ছিল শোষক মহাজন (মহাজন) এবং জমিদার (জমিদার) এবং তাদের ঔপনিবেশিক প্রভুদের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত, হুলকে ইতিহাসে উপেক্ষা করা হয়েছে। শুধুমাত্র ভারতের অন্য বিদ্রোহের তুলনায় নয়। প্রায় ৪৫ বছর পরে হওয়া মুন্ডা বিদ্রোহের সাথে তুলনাতেও বলা যায় যে হুল উপেক্ষিত।
স্বপ্নের তত্ত্ব
কিংবদন্তি পরাবাস্তববাদী সালভাদর দালির দ্য পারসিস্টেন্স অফ মেমোরি স্বপ্নের তারল্য এবং পরিবর্তনশীলতার প্রতিনিধিত্বের কথা বলে। যেখানে সময় একটি নমনীয় এবং সামাজিক গঠন মাত্র। স্বপ্ন দুটি বিদ্রোহের জন্য অন্তর্নিহিত অনুপ্রেরণা জুগিয়েছিল, যা চার দশকের ব্যবধানে ঝাড়খণ্ডকে (সে সময়ে বাংলার একটি অংশ) ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্ত করতে চেয়েছিল।
ঈশ্বরের আদেশ
এই স্বপ্নগুলি, রূপক এবং শারীরিক উভয়ই। যা ধর্মীয়ভাবে অবহিত হয়েছিল। সাঁওতাল এবং মুন্ডা বিদ্রোহীদের বিদ্রোহকে নৈতিক বৈধতা দিয়েছিল। সেই নৈতিক বৈধতার ওপর ভিত্তি করে— সাঁওতাল নেতা সিধো এবং কানহু মুর্মু এবং পরবর্তীতে আরেক আদিবাসী আইকন বিরসা মুন্ডা অন্যায়ের বিরুদ্ধে এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।
উপেক্ষার শিকার
সাঁওতাল হুল এবং মুন্ডা উলগুলান ('গ্রেট টামাল্ট') উভয়ই রাজস্ব প্রশাসন ও বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিল। কানহুর জিজ্ঞাসাবাদের নথিগুলো প্রমাণ করে যে ঈশ্বরের আহ্বানই সিধো এবং কানহুকে অত্যাচারী জমিদার, দুর্ধর্ষ মহাজন এবং অবহেলিত প্রশাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে এবং স্বশাসন বা সাঁওতাল রাজের জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করেছিল। বিদ্রোহীদের দাবি ছিল, বোঙ্গা (সাঁওতালি দেবতা) দ্বারা তাঁরা এই ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন। আর, দেবতার ইচ্ছা অনুসারে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। যাইহোক, এই উপজাতীয় বিদ্রোহের ইতিহাস যত্ন সহকারে পরীক্ষা করলে দেখা যায় যে সিধো-কানহু এবং বিরসা একই স্বাধীনতার স্বপ্নে বিভোর হলেও, সিধো এবং কানহু আপেক্ষিক অবহেলার শিকার।
আরও পড়ুন- কাল থেকেই শুরু ফৌজদারি আইনের নয়া জমানা! ঠিক কী বিরাট প্রস্তুতি সরকারের?
হুল বিদ্রোহের গুরুত্ব
তবুও হুল বিদ্রোহের জেরে প্রশাসনিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, এই বিদ্রোহের যোগ্যতা এবং প্রয়োজনীয়তার সাক্ষ্য বহন করছে। যদিও ব্রিটিশরা এই পরিবর্তনগুলোকে 'সংস্কার'-এর ছদ্মবেশ দেওয়ার চেষ্টা করেছিল। বাস্তবে সাঁওতালদের প্রতি মনোযোগ দেওয়ার ভান করে, ব্রিটিশরা তাঁদের বিদ্রোহ এবং তাঁদের নেতাদেরকে সাঁওতালদেরই স্মৃতি থেকে ছিনিয়ে নিয়েছিল।