Advertisment

EAM Jaishankar-SCO: সাংহাই সহযোগিতা সংগঠনের গুরুত্বপূর্ণ বৈঠক, এবার রাশিয়ার পথে মোদীও, জানাল জয়শংকরের মন্ত্রক

Summit-SCO: এই সংগঠনটি ২০০১ সালে সাংহাইতে তৈরি হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaishankar, SCO, জয়শংকর, এসসিও,

Jaishankar-SCO: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকও করেছেন। (ছবি- টুইটার)

Shanghai Cooperation Organisation Summit: বিদেশমন্ত্রী জয়শঙ্কর সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন (Shanghai Cooperation Organisation Summit/SCO)। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া এবং চিন এই সংগঠনের সদস্য। যার ফলে, এসসিও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকা এবং ইউরোপের নেতৃত্বাধীন সংগঠনের বিকল্প হিসেবে উঠে এসেছে। আর, এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে এই সংগঠনের বিস্তার ঘটেছে।

Advertisment

চিনের বিদেশমন্ত্রীর যোগদান

এই বৈঠকে যোগ দিয়েছেন চিনের বিদেশমন্ত্রী এ ওয়াং ই-ও। বৃহস্পতিবার (৪ জুলাই) কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের চূড়ান্ত দিনে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকও করেছেন। তারপরই বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদী রাশিয়া এবং অস্ট্রিয়া সফর করতে পারেন।

বেলারুশ ও ইরানের যোগদান

এর আগে, জয়শঙ্কর বুধবার থেকে শুরু হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলনের ফাঁকে এসসিও সদস্য তাজিকিস্তান এবং রাশিয়া এবং নতুন সদস্য বেলারুশের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। তারপরই মন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করেছেন, বেলারুশ এবং ইরান এর আগে এসসিও-তে পর্যবেক্ষকের ভূমিকায় ছিল। ইরান গত বছর আনুষ্ঠানিকভাবে এতে যোগ দিয়েছে। বেলারুশও শীঘ্রই যোগ দিতে চলেছে। ভারতের জন্য এই নয় সদস্যের আন্তর্জাতিক সংস্থার বিরাট তাৎপর্য রয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থা কী?

এই সংগঠনটি ২০০১ সালে সাংহাইতে তৈরি হয়েছিল। এটি নাম এসেছে 'সাংহাই ফাইভ' থেকে। ১৯৯৬ সালে তৈরি হওয়া এই সংগঠনে রয়েছে চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। ১৯৯১ সালে ইউএসএসআর লুপ্ত হওয়ার পর ১৫টি স্বাধীন দেশ তৈরি হয়েছে। এই দেশগুলোয় চরমপন্থী ধর্মীয় এবং জাতিগত উত্তেজনা সামনে আসায় গোটা বিশ্ব উদ্বেগে ছিল। সেই সব সমস্যা মেটাতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্য একটি গোষ্ঠী বা সংগঠন তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন- কীভাবে ঘটল হাথরসের ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনা? আসল সত্যিটা শিউড়ে ওঠার মত!

২০০১ সালে তৈরি

যার উপর ভিত্তি করে, একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে ২০০১ সালের ১৫ জুন, এসসিও তৈরি হয়। যা, উজবেকিস্তানকে ষষ্ঠ সদস্য হিসেবে গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করেছিল। সেটা সম্প্রসারিত হয়েছে। বর্তমানে এর সদস্য নয়টি দেশ। সেই দেশগুলো হল: ভারত, ইরান, কাজাখস্তান, চিন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। পাশাপাশি, আফগানিস্তান, বেলারুশ এবং মঙ্গোলিয়া রয়েছে পর্যবেক্ষকের ভূমিকায়।

SCO S jaishankar russia India USA
Advertisment