Advertisment

Explained: তিন যাত্রীকে নিয়ে মহাকাশে চিনের যান, কিন্তু কেন?

এই প্রথম চিন কোনও অসামরিক ব্যক্তিকে মহাকাশে পাঠাল।

author-image
IE Bangla Web Desk
New Update
spacecraft launched

চিন মঙ্গলবার (৩০ মে) তার তিয়ানগং মহাকাশ স্টেশনে তার প্রথম অসামরিক নভোচর-সহ তিন মহাকাশচারীকে নিয়ে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে। ২০২১ সাল থেকে এটি একটি সম্পূর্ণ কার্যকরী মহাকাশ স্টেশনে চিনের পঞ্চম মানব মিশন। চিনের সরকারি গণমাধ্যম অনুযায়ী, মহাকাশযান শেনঝাউ-১৬ (Shenzhou-16) আজ সকাল ৯টা ৩১-এ উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে। এক বিবৃতিতে, জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের পরিচালক জু লিপেং বলেছেন যে উৎক্ষেপণ 'সম্পূর্ণ সফল'। আর, 'মহাকাশচারীরা ভালো অবস্থায় আছেন'।

Advertisment

তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া তিন নভোচর কারা?
শেনঝাউ-১৬ (Shenzhou-16)-এর যাত্রীদের মধ্যে আছেন মিশনের নেতা তথা কমান্ডার জিং হাইপেং। তাঁর সঙ্গে আছেন ঝু ইয়াংঝু এবং গুই হাইচাও। এর মধ্যে গুই হাইচা মহাকাশে ভ্রমণকারী প্রথম চিনা অসামরিক নাগরিক। এতদিন পর্যন্ত, এশিয়ার দেশটি তার পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) থেকে নির্বাচিত মহাকাশচারীদের অভিযানে পাঠাচ্ছিল। তিন মহাকাশচারীর মধ্যে জিংয়ের এটা চতুর্থ মহাকাশ অভিযান। তিনি ১৯৯০-এর দশকের শেষের দিকে চিনের মহাকাশচারী প্রশিক্ষণার্থীদের প্রথম ব্যাচের একজন সিনিয়র মহাকাশযান পাইলট। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। এবারের অভিযানের বাকি দুই মহাকাশচারী ঝু এবং গুইয়ের এটাই প্রথম মহাকাশ অভিযান। জিনহুয়া নিউজ এজেন্সির মতে, ঝু অ্যারোডাইনামিক্সের একজন পোস্ট ডক্টরাল ফেলো, একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং এই অভিযানে একজন মহাকাশযান প্রকৌশলী বা প্রযুক্তিবিদ হিসেবে কাজ করবেন। আর, গুই মিশনে পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব আছেন। তিনি মহাকাশ স্টেশনে নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব আছেন।

আরও পড়ুন- মণিপুরে অজস্র জঙ্গিগোষ্ঠী, কী তার ইতিহাস, কীভাবে তৈরি হল এই সব সংগঠন?

নতুন অভিযান কেন?
তিন মহাকাশচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে থাকা শেনঝো-১৫-এর যাত্রীদের কাজের দায়িত্ব বুঝে নেবেন। শেনঝো-১৫-এর মহাকাশ যাত্রীরা গত বছরের নভেম্বর থেকে তিয়ানগং মহাকাশ স্টেশনে আছেন। নতুন যাত্রীরা আগামী পাঁচ মাস ওই মহাকাশ স্টেশনে থাকবেন। আর, বড় আকারে কক্ষপথের মধ্যে আপেক্ষিকতা যাচাই, জীবনের উৎসের অধ্যয়ন-সহ নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

Astronaut Space Craft china
Advertisment