Advertisment

Sita & Akbar: ধর্মীয় মেরুকরণের আওতায় পশুরাজ, সিংহের নামকরণে সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাতের অভিযোগ! কী জানাল হাইকোর্ট?

Calcutta High Court: সিংহ দুটি বর্তমানে রয়েছে উত্তরবঙ্গের সাফারি পার্কে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর অভিযোগ, এই নামকরণ হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের ওপর আক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Lion, Kolkata High Court

Lion-Kolkata High Court: বিতর্কের কেন্দ্রে সিংহ। (ছবি-এক্সপ্রেস)

Calcutta High Court lion issue West Bengal: গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্ট রাজ্য (পশ্চিমবঙ্গ) সরকারকে বিতর্কিত দুটি সিংহের নতুন নামকরণ করতে বলেছে। সিংহ দুটি বর্তমানে রয়েছে উত্তরবঙ্গের সাফারি পার্কে। একইসঙ্গে রাজ্যের আইনজীবীকে আদালত, এই ইস্যুতে বিতর্ক এড়াতে এবং প্রয়োজনে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে পরামর্শ দিয়েছে।

Advertisment
  • সিংহীর নাম দেওয়া হয়েছে সীতা।
  • সিংহের নামকরণ করা হয়েছে আকবর।
  • সিংহ দুটি বর্তমানে রয়েছে উত্তরবঙ্গের সাফারি পার্কে।

ধর্মের ওপর আঘাতের অভিযোগ

এই বিতর্কের সূত্রপাত দুটি সিংহের নামকরণকে ঘিরে। সিংহীর নাম দেওয়া হয়েছে সীতা। আর, সিংহের নামকরণ করা হয়েছে আকবর। আর, তারই প্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ আদালতে অভিযোগ করেছে, এটা আসলে ধর্মের ওপর আঘাত। সমস্ত হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত করা হয়েছে। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেছেন, প্রাণীদের অবিতর্কিত নাম দেওয়া উচিত। আর, একইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, যাঁরা নাগরিকদের দ্বারা সম্মানিত, কোনও প্রাণীর নাম সেই সব ব্যক্তিদের নামে রাখাও উচিত হয়। একইসঙ্গে আদালত বিশ্ব হিন্দু পরিষদের এই সংক্রান্ত রিট পিটিশনকে জনস্বার্থ মামলা বা পিআইএল হিসেবে গ্রাহ্য করার নির্দেশ দিয়েছে। তা জনস্বার্থ মামলা হিসেবে কোনও নিয়মিত বেঞ্চে পেশ করার নির্দেশ দিয়েছে।

সিংহের বিষয়টি কীভাবে আদালতে পৌঁছল?

আবেদনকারী বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, ত্রিপুরার সিপাহিজলা জুলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ বন্যপ্রাণী পার্কে দুটি সিংহকে আনা হয়েছে বলে তাঁরা সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পারেন। এই সংক্রান্ত বিভিন্ন সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। যার মধ্যে একটি ছিল বাংলা সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদের প্রতিবেদন। যেখানে প্রতিবেদনের শিরোনাম ছিল, 'সঙ্গীর খোঁজে অস্তির সীতা (সীতা তার সহচরের জন্য অস্থির)'। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, বিষয়টিকে অত্যন্ত অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে সারাদেশের সমস্ত হিন্দুদের ধর্মীয় অনুভূতি আঘাত পেতে বাধ্য।

আরও পড়ুন- ঘড়ি চাইতেই, শরদ পাওয়ারকে শিঙা ফুঁকতে দিল কমিশন

পিঠ বাঁচাতে মিথ্যে বলেছিল কর্তৃপক্ষ?

সাফারি পার্কের পরিচালক আবেদনকারীদের আশ্বস্ত করেছিলেন যে ওই সিংহদের কোনও নামকরণ করা হয়নি। কিন্তু, উত্তরবঙ্গ সংবাদ রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সচিবের জারি করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে ওই সিংহ ও সিংহীর নাম আকবর ও সীতা বলে উল্লেখ করা হয়েছে। আদালতে এমনটাই জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এরপরই এই 'অযৌক্তিক এবং আপত্তিকর' নামকরণে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করে। ১৬ ফেব্রুয়ারি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির উল্লেখ করে।

Hindu religion Lion
Advertisment