Advertisment

Explained: ২০২৪-এ খেলার দুনিয়া, টি২০ থেকে অলিম্পিক, কতটা প্রভাব ফেলবে রাজনীতিতে?

প্যারিসে বসছে অলিম্পিকের আসর।

author-image
IE Bangla Web Desk
New Update
India’s Olympic

ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা, সব দেশেরই স্বপ্ন। (সুভজিৎ দে-এর এক্সপ্রেস ইলাস্ট্রেশন)

রাজনীতিবিদরা প্রায়ই নির্বাচনের সময় তাঁদের বক্তব্যে ক্রীড়াজগতে ব্যবহৃত বহুল প্রচারিত নানা শব্দ ব্যবহার করেন। তার মধ্যে আবার আগামী বছরই লোকসভা নির্বাচন। শুধু ভারতই নয়। বিশ্বের বেশ কয়েকটি দেশে নির্বাচন রয়েছে। পাশাপাশি, বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসরও। ফলে, আর কিছুদিন পরই খেলার আর রাজনীতির পরিভাষা অনেক জায়গাতেই একাকার হয়ে যাবে।

Advertisment

ধোনিরও কি শেষ আইপিএল?

এসবের মধ্যে আবার জুটেছে আইপিএলের আসর, টি২০ বিশ্বকাপ। যার মধ্যে আইপিএল নিয়ে দর্শকদের আগ্রহ চূড়ান্ত রূপ নেবে। যেখানে মুম্বই ইন্ডিয়ানসের প্রতি দর্শকদের নজর থাকবে একটু বেশি। কারণ, মুম্বই সম্প্রতি তাদের দীর্ঘ সময়ের অধিনায়ক রোহিত শর্মাকে অপসারণ করেছে। নজর থাকবে, আইপিএলের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের প্রতিও। সেখানেও দীর্ঘদিন ধরে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই রটেছে যে ২০২৪ নাকি ধোনির শেষ আইপিএল। সেক্ষেত্রে 'থালা ধোনি'র যুগ এবং 'থালা থোনি'র পরবর্তী যুগ- এই দুই ভাগে চেন্নাইদের দিকে নজর থাকবে দর্শকদের। সেসব ঠিকমতো মেটার আগেই প্যারিসে জুলাই-আগস্ট মাসে অলিম্পিক গেমসের আসর।

টোকিও অলিম্পিক ফিরে দেখা

টোকিওর শেষ অলিম্পিক ছিল অন্যবারের তুলনায় আলাদা। এই অলিম্পিকের আসরে ভারত তার সর্বোচ্চ ছয়টি পদকের চেয়ে একটি পদক বেশি পেয়েছিল। সেই সপ্তম জন হলেন নীরজ চোপড়া। যিনি জ্যাভলিনে সোনা জিতেছিলেন। এই প্রথমবার কোনও ভারতীয়কে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটের পডিয়ামের শীর্ষে উঠতে দেখা গেল। নীরজের ৮৭.৮৫ মিটার জ্যাভলিন থ্রো ভারতের দীর্ঘ প্রত্যাশা পূরণ করেছিল। যা নিয়ে দেশে কয়েক মাস ধরে উৎসব চলে। নীরজ শীর্ষ ক্রিকেটারদের মত জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর ব্যক্তিগত অলিম্পিক পদক জয়, ভারতের দুটি একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের সমান হিসেবে দেখেন দেশবাসী। নীরজের আগে ভারত মিলখা সিং এবং পিটি উষার অল্পের জন্য ব্রোঞ্জ অর্জনে ব্যর্থতা নিয়েই গর্ব করত। তাই বলা যায়, নীরজের সোনা, অলিম্পিকে ভারতের উত্তরণ।

আরও পড়ুন- ভারতের ‘উত্তর-পূর্ব’, জানেন কীভাবে তৈরি হয়েছিল এই অঞ্চল, শুনলে অবাক হবেন!

সাফল্য এসেছে এশিয়ান গেমসেও

এই বছর হ্যাংজু এশিয়ান গেমসে ভারত প্রথমবারের মতো ১০০-র বেশি পদক পেয়েছে। তিরন্দাজি, অ্যাথলেটিক্স এবং শুটিংয়ের মত খেলায় ভারতের পদকের সংখ্যা বেড়েছে। আগের এশিয়ান গেমসে ভারত ১৮টি ক্রীড়াক্ষেত্রে পদক পেয়েছিল। হ্যাংজু এশিয়ান গেমসে পেয়েছে ২২টি পদক। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মত মাদার স্পোর্টসে- মহিলাদের জ্যাভলিন, পুরুষদের স্টিপলচেজ, পুরুষদের জ্যাভলিন এবং ডেকাথলনে ভারত প্রথমবারের মত পদক পেয়েছে। অলিম্পিকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের সফল ক্রীড়াবিদদের বাড়িতে আমন্ত্রণ জানান। উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী জানান, ভারতীয় খেলা সঠিক পথে চলছে। যাকে শাসক দল বিজেপি নিজের মত করে ক্যাশ করেছে। এভাবেই আগামী দিনের খেলার আসরগুলোর দিকে তাকিয়ে আছে রাজনীতির মুখেরা। ক্রীড়াজগতের সাফল্য আর ব্যর্থতা যেখানে রাজনীতির মঞ্চ থেকে বুলি ছোটাবে।

India Oppositions Parties bjp loksabha election 2024
Advertisment