State-funded media during polls: নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রচার চালায়। পাশাপাশি, সরকারি গণমাধ্যমেও প্রচারের সুযোগ পায়। তবে, তা নিয়ে রয়েছে হাজারো নিয়ম। তারমধ্যেই সরকারি গণমাধ্যমে প্রচার নিয়ে উঠেছে নানা অভিযোগ। দুই বিরোধী নেতা, সীতারাম ইয়েচুরি ও জি দেবরাজন, সম্প্রতি তাদের বক্তৃতা 'সেন্সর' করার জন্য দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর নিন্দা করেছেন। এই দুই বিরোধী নেতার মধ্যে সীতারাম ইয়েচুরি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের সাধারণ সম্পাদক। আর, জি দেবরাজন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নেতা। তাঁদের-কে বরাদ্দ সম্প্রচারের সময় দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওতে (এআইআর) দেওয়া তাঁদের বক্তৃতায় কিছু পরিবর্তন করতে বলা হয়েছিল। আর, সেটা এই চলতি লোকসভার সময়ই ঘটেছে।
বিরোধী নেতারা সমস্যায় পড়েছেন
তার জেরে ইয়েচুরিকে নির্বাচনী বন্ড প্রকল্পের উল্লেখ, বক্তৃতা থেকে মুছে ফেলতে হয়েছে। 'সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী শাসন' এবং 'কঠোর আইন'-এর মত শব্দগুলোকে বক্তৃতা থেকে বাদ দিতে হয়েছে। বদলে 'ব্যর্থতা', 'দেউলিয়াপনা'র মত শব্দ ব্যবহার করতে হয়েছে। আর, দেবরাজনকে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে তাঁর বক্তৃতা থেকে, 'মুসলিম' শব্দটি বাদ দিতে হয়েছে। এই ব্যাপারে প্রসার ভারতীর একজন আধিকারিকের মতে, টিভি এবং রেডিও নেটওয়ার্কগুলো নির্বাচনের সময় ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর নিয়ম মেনে চলছে। রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়াকে স্বীকৃত দলগুলো কীভাবে ব্যবহার করবে, সেই ব্যাপারে নির্বাচন কমিশনের নিজস্ব নিয়ম আছে। প্রসার ভারতী হল ভারতের সরকারি গণমাধ্যমের সম্প্রচারক। আর, দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও-র মূল সংস্থা।
আরও পড়ুন- বিরাট ছক? দেশে মুসলিম প্রার্থীদের হাল জানলে চোখ কপালে উঠবে!
রাষ্ট্রীয় গণমাধ্যমে সময় বরাদ্দ
১৯৯৮ সালের লোকসভা নির্বাচনের পর থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে অবাধে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন এবং রেডিও ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচার শুরুর আগে প্রতিটি স্বীকৃত জাতীয় ও রাজ্য দলকে কতটা সময় দেওয়া হবে, সেই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই) নেয়। জাতীয় দলগুলো, সব মিলিয়ে দূরদর্শনের জাতীয় চ্যানেলে ন্যূনতম ১০ ঘণ্টা সম্প্রচারের সময় পায়। পাশাপাশি এর আঞ্চলিক চ্যানেলগুলোতে কমপক্ষে ১৫ ঘণ্টা সম্প্রচারের সময় পায়। তারা রেডিও-র জাতীয় চ্যানেলে ১০ ঘণ্টা সম্প্রচারের সময় পায়। পাশাপাশি, আঞ্চলিক স্টেশনগুলোতে ১৫ ঘণ্টা সম্প্রচারের সময় পায়। আঞ্চলিক দলগুলো, সবাই মিলে, আঞ্চলিক দূরদর্শন চ্যানেল এবং এআইআর আঞ্চলিক রেডিও স্টেশনে ন্যূনতম ৩০ ঘণ্টা সম্প্রচারের সময় পান।