Hindus in Bangladesh: যখনই বাংলাদেশে সামান্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, তখনই তার জেরে হিংসা ছড়িয়েছে। আর, সেই হিংসার শিকার হয়েছেন বাংলাদেশের হিন্দুরা। যাঁরা প্রায় সকলেই বাঙালি। শেখ হাসিনা সরকারের পতনের পর ফের সেই দৃশ্য়ের সাক্ষী হল বাংলাদেশ। ওপার বাংলার হিন্দুরা জীবন আর সম্মান বাঁচাতে এবারও অতীতের মত ভারত সীমান্তে ছুটে এসেছেন। ভারতে নিরাপদে আশ্রয় নিতে চেয়েছেন। কিন্তু, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার তাঁদের আশ্রয় দিতে রাজি হয়নি।
কেন রাজি হয়নি?
মোদী সরকার মনে করে, এভাবে আসলে হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার চেষ্টা হচ্ছে। এই দেশকে বিপর্যস্ত করে তোলার জন্য বিভিন্ন মুসলিম জঙ্গি সংগঠন সক্রিয়। তারা ভারতকে হিন্দুদের দেশ বা হিন্দুস্তান বলে মনে করে। আর, সেই কারণেই ভারতের অবস্থা নড়বড়ে করে এই দেশকে মুসলিমদের পবিত্র ভূমি করে তুলতে ওই মুসলিম জঙ্গি সংগঠনগুলো বদ্ধপরিকর।
কী কী অত্যাচারের অভিযোগ উঠেছে?
বাংলাদেশে যতবারই হিন্দুদের ওপর অত্য়াচার হয়, ততবারই তাঁদের হয় খুন করা হয়। নতুবা তাঁদের ঘরবাড়ি লুঠ করা হয়। হিন্দুদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হিন্দুদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়। হিন্দু নারীদের ধর্ষণ করা হয়। অনেক সময় ধর্ষণ করে খুনও করা হয়। হিন্দুদের ধর্মস্থান লুঠ করা হয়। হিন্দু দেবতাদের মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়। হিন্দু রীতি মেনে সেই সব স্থানকে অপবিত্র করা হয়।
বারেবারে অত্যাচারের শিকার হিন্দুরা
বাংলাদেশে বারেবারে অত্য়াচারের শিকার হয়েছেন হিন্দুরা। বাংলাদেশ যখন পাকিস্তান ছিল, সেই সময় সেখানে পাকিস্তানি সেনার সবচেয়ে বেশি রাগ ছিল বাংলাদেশের হিন্দুদের ওপর। তারা হিন্দুদের ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিতেন। হিন্দু নারীদের ধর্ষণ করতেন। হিন্দুদের পাকিস্তানে কার্যত কোনও অধিকারই ছিল না। তার জেরে সেই সময় বহু হিন্দু একবস্ত্রে পালিয়ে ভারতে চলে এসেছিলেন। তাঁরা আর, পাকিস্তান তথা বাংলাদেশে ফিরে যাননি। কিন্তু, যে হিন্দুরা তখনও বাংলাদেশে ছিলেন তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পাকিস্তান বা পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয় ১৯৭১ সালে। কিন্তু, তারপরও সেখানে হিন্দুদের ওপর অত্য়াচার বিন্দুমাত্র কমেনি। বাংলাদেশের জনক মুজিবুর রহমান খুন হয়ে যান সেই সময়ই। তারপর সেখানে সামরিক শাসন জারি হয়। সেই সময়ও বাংলাদেশে হিন্দুদের ওপর অত্য়াচার তীব্র আকার ধারণ করে। শিশুরাষ্ট্র বাংলাদেশ দীর্ঘ সময় সামরিক শাসনে ছিল। সেই সময় অত্যাচারে বহু হিন্দু পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন। এখানেই বসবাস করতে শুরু করেন। এবার শেখ হাসিনার সরকারের পতনের পরও দেখা গেল বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সেই আগের মতই আছে।
আরও পড়ুন- মাত্র চার জাতের উন্নতিতেই বদলে দেবেন দেশ! লালকেল্লায় দেশবাসীকে নতুন স্বপ্ন বিক্রি মোদীর
মহম্মদ ইউনুসের শাসন
বাংলাদেশের অস্থায়ী সরকারের বর্তমান মুখ্য পরামর্শদাতা মহম্মদ ইউনুস হিন্দুদের রক্ষার আশ্বাস দিয়েছেন। কিন্তু, সেখানকার হিন্দুদের ধারণা, এই সব আশ্বাস আন্তর্জাতিক দুনিয়া থেকে ঋণপ্রাপ্তি সুনিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে। তাছাড়া মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের অস্থায়ী সরকার। সেই সরকারের পর সম্ভবত ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ও জামাত জোট। তারা উগ্র মুসলিমবাদী। সেই সময় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার আরও চরম আকার ধারণ করবে বলেই আশঙ্কা সেখানকার হিন্দুদের।