রাফাল রায়ের পর্যালোচনা নিয়ে সরকার কিছু নথি নিয়ে যে আপত্তি তুলেছিল, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এ সিদ্ধান্ত সরকারের পক্ষে বড় ধাক্কার। দ্য হিন্দু পত্রিকায় এবং সংবাদ সংস্থা এএনআই যে নথি প্রকাশ করেছিল তাকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে চুরি যাওয়া বলে আখ্যা দিয়েছিল সরকার এবং হুমকি দিয়েছিল ওই সংবাদ প্রকাশের জন্য সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন জনিত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন, ভারত বনাম পাকিস্তানের এফ ১৬: তিন তথ্য যা জেনে রাখা জরুরি
একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আদালতকে জানিয়েছেন, এ সমস্ত কাগজপত্র অননুমোদিত ভাবে ফোটোকরি করে ফাঁস করা হয়েছে, এবং এসব নথি যুদ্ধবিমানের ক্ষমতা সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত যার প্রকাশ জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তিনি জানান, এসব নথি প্রকাশ্যে থাকা উচিত নয়।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কাউল এবং কেএম জোসেফের বেঞ্চ সরকারের আপত্তি নস্যাৎ করে দিয়েছে। আদালত সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছে যে রিভিউ পিটিশন এই সব নথি (মোট তিনটি)-র আলোকেই শোনা হবে।
এই নথিগুলি ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান ক্রয়চুক্তি সম্পর্কে কোনও সন্দেহের উদ্রেক করায় কিনা, সে নিয়ে আদালত কোনও সওয়াল শুনবে না।
এই নথিগুলির ভিত্তিতেই আবেদনকারীরা ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার আবেদন জানান। ওই দিন শীর্ষ আাদলত এই চুক্তিতে কোনও রকম দুর্নীতি হয়েছে কিনা, সে নিয়ে তদন্তের আবেদন খারিজ করে দেয়।
Read the Story in English