When the Supreme Court stepped in against bail conditions: হাইকোর্ট জামিন দিয়েছে। কিন্তু, যে শর্তে জামিন দিয়েছে, তা মানতে নারাজ সুপ্রিম কোর্ট। আগেও এমনটা ঘটত। এই কারণেই আদালতের এত স্তরভেদ। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের সুযোগ দেওয়া। কিন্তু, সম্প্রতি বিচার বিভাগের এই মতপার্থক্য অনেকটাই বেড়েছে। এমনই ধারণা ওয়াকিবহাল মহলের।
বিচার বিভাগের মতপার্থক্য
কেন এত মতপার্থক্য, তা খতিয়ে দেখলে দেখা যাবে যে হাইকোর্ট জামিনের যেসব শর্তগুলো দিচ্ছে, তা কতটা সংবিধান সম্মত, তা নিয়ে বিচার বিভাগের মধ্যে মতভেদ রয়েছে। যেমন- নির্যাতিতাকে বলা হয়েছে যৌন নিপীড়নে অভিযুক্তের কবজিতে রাখি বাঁধতে। অন্য এক অভিযুক্তকে আবার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েই জামিন দিয়ে দেওয়া হয়েছে। এইসব শর্তকে জামিনের জন্য যথেষ্ট বলে মানতে নারাজ সুপ্রিম কোর্ট। এমনই এক মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ, ওড়িশা হাইকোর্টের দেওয়া জামিনের শর্ত খারিজ করেছে।
জামিন এবং জামিনের শর্ত
জামিন বলতে বিচার বা আপিলের অপেক্ষায় থাকা কোনও অভিযুক্তের অস্থায়ীভাবে কারাগার থেকে মুক্তিকে বোঝায়। অভিযুক্তকে আদালতে উপস্থিত থাকার গ্যারান্টি দিয়ে হয়। জামানত জমা দিতে হয়। তার ভিত্তিতে আদালত অভিযুক্তকে জামিন দেয়। কাউকে জামিন দেওয়ার সময় আদালতকে নিশ্চিত হতে হয় যে, অভিযুক্ত বিচার প্রক্রিয়ায় সহায়তা করবেন। খিলারি বনাম উত্তরপ্রদেশ সরকার (২০০৯) মামলায় এনিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে। শীর্ষ আদালত আরও বলেছে যে, জামিন দেওয়ার সময় আপিল আদালতকে তার কারণগুলো নথিবদ্ধ করতে হবে।
জামিনের শর্ত
এমনিতে, সিআরপিসি ৪৩৯ ধারায় বলা আছে, সেশন বা হাইকোর্ট যে কোনও অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারে। একইসঙ্গে ৪৩৭ (৩) ধারায় বলা আছে, আদালত চাইলে জামিনের জন্য যে কোনও শর্ত আরোপ করতে পারে। তবে, সাত বা তার বেশি বছর কারাদণ্ডের সাজা হতে পারে, এমন অভিযুক্তদের জামিন দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত আছে। যেমন, এই অভিযুক্তরা মামলার সঙ্গে সংশ্লিষ্টদের হমকি দিতে পারবে না। একই ধরনের অপরাধ করতে পারবে না।
আরও পড়ুন- চুরি গেছে মিনার, সমাধিক্ষেত্র! বাধ্য হয়ে তালিকা বদলাচ্ছে পুরাতত্ত্ব বিভাগ
বিভিন্ন আদালতের দেওয়া জামিনের শর্ত বাতিল
কিন্তু, এসব ছাড়াও বিভিন্ন শর্তে জামিন দিচ্ছে হাইকোর্টগুলো। যেগুলো জামিনের সঠিক শর্ত বলে মনে করছে না সুপ্রিম কোর্ট। আর, এই কারণেই শীর্ষ আদালত বিভিন্ন মামলায় ওড়িশা হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, রাজস্থান, এলাহাবাদ এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের দেওয়া জামিনের শর্ত বাতিল করেছে।