Advertisment

তামিলনাড়ুর হাল খারাপ হচ্ছে

সোমবার নতুন ৮০০ সংক্রমণ ধরা পড়ার পর সংক্রমণের হিসেবে দিল্লিকে পিছনে ফেলে এখন তৃতীয় স্থানে চলে এল তামিলনাড়ু।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona Number

রাজ্যে মোট সংক্রমণের অর্ধেকের বেশি চেন্নাইতেই

সোমবার নতুন ৮০০ সংক্রমণ ধরা পড়ার পর সংক্রমণের হিসেবে দিল্লিকে পিছনে ফেলে এখন তৃতীয় স্থানে চলে এল তামিলনাড়ু। এদিনের সংক্রমণ রাজ্যে একদিনে এতদিনের মধ্যে সর্বাধিক। তামিলনাড়ুতে এখন সংক্রমিতের সংখ্যার ৮২২০, দিল্লিতে ৭২৩৩। দিল্লি যদিও রবিবার পর্যন্ত পরিসংখ্যান দিয়েছে, সোমবারের পরিসংখ্যান আসা এখনও বাকি। তবে এতদিন পর্যন্ত দিল্লিতে একদিনে ৪৫০-এর বেশি সংক্রমণের খবর পাওয়া যায়নি।

Advertisment

publive-image

দৈনিক হিসাব

কেবলমাত্র মহারাষ্ট্র ও গুজরাটে তামিলনাড়ুর চেয়ে সংক্রমিতের সংখ্যা বেশি। গত কয়েকদিন ধরে তামিলনাড়ুতে সংক্রমণের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে, বিশেষ করে চেন্নাইয়ে কোয়ামবেডু বাজার এলাকায় সংক্রমণের ক্লাস্টার চিহ্নিত হওয়ার পর। শুধু চেন্নাইতেই এখন সংক্রমিতের সংখ্যা ২০০০-এর বেশি। সোমবার চেন্নাই থেকে ৫০০-র বেশি সংক্রমণের খবর এসেছে। রাজ্যে মোট সংক্রমণের অর্ধেকের বেশি চেন্নাইতেই।

মাস্কের ব্যবহার এমনকি কমাতে পারে লকডাউনের সময়ও, বলছে গবেষণা

তামিলনাড়ু থেকে সোমবার ৬ জনের মৃত্যুর খবর এসেছে, যা একদিনে মৃত্যুর হিসেবে এ যাবৎ সে রাজ্যে সর্বাধিক।

সোমবার সারা দেশে মোট ৩৫৯৬ জনের নতুন সংক্রমণের হদিশ মিলেছে, যা আগের দিনের তুলনায় ৭৪৪ কম। সোমবার দেশে নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সংখ্যাটা ৭০৭৪৪। এর মধ্যে দিল্লির হিসেব ধরা নেই।

সর্বাপেক্ষা সংক্রমণে সোমবারের শীর্ষ ১০ রাজ্য

মহারাষ্ট্রে সোমবার ১২৩০ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, যা রবিবারের তুলনায় ৭০০ কম। রবিবার এই সংখ্যাটা সেখানে প্রায় ২০০০ ছুঁয়ে ফেলেছিল। মহারাষ্ট্রের দৈনিক নতুন সংক্রমণ ৪০০ থেকে ১৯০০-র মধ্যে ওঠানামা করছে, গুজরাটে কিন্তু সে সংখ্যা মোটামুটি একই জায়হায় ধরে রেখেছে। গত ১৩ দিন ধরে সেখানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ নতুন সংক্রমণের ঘটনা ঘটছে, শুধু ৫ মে-তে সেখানে ৪৪১ জনের নতুন সংক্রমণ ধরা পড়েছিল, যা এখনও পর্যন্ত গুজরাটে সর্বাধিক।

ওড়িশায় অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা সেখানে পৌঁছনোর পর থেকে নতুন সংক্রমণ বাড়ছে। সোমবার সে রাজ্য থেকে ৩৭ জনের নতুন সংক্রমণের হদিশ মিলেছে, যাঁদের অধিকাংশই ফিরে আসা পরিযায়ী শ্রমিক বা তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিরা। তবে এ সংখ্যা আগের দিনের অর্ধেকের তুলনাতেও কম। ওড়িশায় এখন নিশ্চিত সংক্রমিতের সংখ্যা ৪১৪।

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, কোভিড কীভাবে কেড়ে নিচ্ছে তাঁর উত্তরাধিকার?

ত্রিপুরায় ধলাই জেলায় বিএসএফ কর্মীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। সোমবার আরও দুজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, মোট সংক্রমিত ১৪৮। এ রাজ্যে আর কোথাও কোনও সংক্রমণ নেই। এর আগে চারজনের পজিটিভ করোনাভাইরাস ধরা পড়লেও, তাঁরা এখন সুস্থ।

এদিকে বিহারের সংক্রমণ বেজডেই চলেছে। সোমবার বিহারে ৫৩ জনের নতুন সংক্রমণ ধরা পড়েছে, মোট সংক্রমিত ৭৪৯। এখনও পর্যন্ত এ রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus tamil nadu
Advertisment