Advertisment

Explained: এনডিএ, যা জেগে উঠল নতুন করে, কারা আছে এই জোটে?

প্রধানমন্ত্রীর আশা, শাসক জোট আসন্ন লোকসভা নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NDA

দিল্লিতে এনডিএর বৈঠক।

আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধীরা যখন ঐক্যবদ্ধ হতে যাবতীয় চেষ্টা চালাচ্ছে, সেই সময় বিজেপি ফের জাগিয়ে তুলেছে তাদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। গত ১৮ জুলাই, বেশ কয়েক বছর পর এনডিএ একটি বড়সড় বৈঠক করল। এই বৈঠকে প্রতিনিধিত্ব করতে ৩৮টি দলের নেতারা দিল্লি এসেছিলেন। অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে আগামী বছরের লোকসভা নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'এনডিএ ৫০ শতাংশের ওপরে ভোট পাবে। কারণ, এর শরিক দলগুলো কঠোর পরিশ্রম করছে। আমরা বৈঠকে যোগদানকারী দলগুলোর দিকে নজর রাখছি। আর, আসন্ন ২০২৪ সালের নির্বাচনে এই সব দলগুলো এনডিএর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কাজ করবে।'

Advertisment

রাজনৈতিক দল- ভারতীয় জনতা পার্টি (বিজেপি),
মর্যাদা- জাতীয় দল,
প্রতীক- পদ্ম

ইতিহাস:- বিজেপি নিজেকে ভারতীয় জনসংঘ (বিজেএস)-এর উত্তরসূরি বলে দাবি করে। যদিও জনতা দল ভেঙে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯৮০ সালে তৈরি হয়েছে। তার আগে ১৯৭৭ সালে ভারতীয় জনতা পার্টিতে মিশে গিয়েছিল ভারতীয় জনসংঘ। এরপর দেশে হিন্দু জাতীয়তাবাদের জিগির তুলে ভারতীয় জনতা পার্টি গঠিত হয়। ইতিমধ্যে অটলবিহারী বাজপেয়ী ও নরেন্দ্র মোদী, এই দু'জনকে প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীকে উপহার দিয়েছে বিজেপি।

কার্যকারিতা: ১৯৮৪ সালের সাধারণ নির্বাচনে দুটি আসন জয়ের মাধ্যমে শুরু হয়েছিল বিজেপির পথ চলা। দলটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে। বিশেষ করে ১৯৮০-র দশকের শেষের দিক থেকে ১৯৯০-এর দশকের গোড়ার মধ্যে রাম জন্মভূমি আন্দোলনের মাধ্যমে শক্তি বৃদ্ধি করে বিজেপি। বর্তমানে ২০১৪ সাল থেকে টানা দুই মেয়াদে কেন্দ্রে ক্ষমতায় আছে এই দল। বর্তমানে ৩০৩টি লোকসভা আসনের পাশাপাশি হয় সরাসরি নয়তো জোটে ১৫ রাজ্যে সরকারেও রয়েছে বিজেপি।

বিজেপি ছাড়াও এনডিএর জোটে আছে একনাথ শিণ্ডের শিবসেনা, অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, পশুপতি কুমার পারসের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি, রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোকজনশক্তি পার্টি, অল ইন্ডিয়া দ্রাবিড় মুনেত্রা কাঝাগাম (এআইএডিএমকে), আপনা দল (সোনেয়াল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি), নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ), অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ), সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম), মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি), রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটাওয়ালে), অসম গণপরিষদ (এজিপি), পাট্টালি মাক্কাল কাটচি (পিএমকে), তামিল মানিলা কংগ্রেস (টিএমসি)।

আরও পড়ুন- শেষ হল কানওয়ার তীর্থযাত্রা, কেন পালিত হয় এই রীতি?

এছাড়াও এনডিএতে রয়েছে- ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল), সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি), শিরোমণি অকালি দল (সংযুক্ত), মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি), জননায়ক জনতা পার্টি (জেজেপি), প্রহার জনশক্তি পার্টি (পিজেপি), রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপিএস), জন সুরাজ্য শক্তি পার্টি (জেএসএস), গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ), পুথিয়া তামিলাগম (পিটি), কেরল কামরাজ কংগ্রেস, ভারত ধর্ম জনসেনা (বিডিজেএস), হরিয়ানা লোকহিত পার্টি, জনসেনা পার্টি (জেএসপি), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হ্যাম), অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি), নিষাদ পার্টি, হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচএসপিডিপি), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (মেঘালয়া), কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ),

NDA modi bjp
Advertisment