Advertisment

Explained: চার্লসের রাজ্যভিষেকে রাজকীয় আয়োজন, একেকজনের একেক ভূমিকা, কে কী করলেন?

গোটা বিশ্বের চোখ এখন এদিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
coronation

এই সপ্তাহান্তে সমস্ত চোখ ব্রিটিশ রাজপরিবারের দিকে। কারণ, রাজা চার্লসের রাজ্যাভিষেক। প্রায় ১০০ জন রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা এই রাজ্যাভিষেকে যোগ দিয়েছেন। এই রাজ্যাভিষেকে রাজপরিবারের সদস্যদের প্রত্যেকের আলাদা ভূমিকা ছিল। আর, সেটা প্রথামাফিক।

Advertisment

রাজা চার্লস
রাজা চার্লস সেপ্টেম্বরে তাঁর মা রানি এলিজাবেথের মৃত্যুর জেরে যুক্তরাজ্য বা ব্রিটেন এবং অন্যান্য ১৪টি দেশের রাজা। শনিবার তিনি আইন এবং চার্চ অফ ইংল্যান্ডকে বজায় রাখার শপথ নিলেন। জেরুজালেমের পবিত্র ক্রিসম তেল দিয়ে তাঁর অভিষেক ঘটানো হল। আর, রাজার ক্ষমতার প্রতীক রাজকীয় অলঙ্কার তিনি পরলেন। এরপর তাঁকে ক্যান্টারবেরির আর্চবিশপ মুকুট পরালেন। যা পরে তিনি গোল্ড স্টেট কোচে চেপে একটি মাইল লম্বা মিছিলে অংশগ্রহণ করলেন বাকিংহাম প্যালেসে ফিরে আসার জন্য।

কুইন ক্যামিলা ও তাঁর ভূমিকা
চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলাকে এই অনুষ্ঠান চলাকালীন রানি হিসেবে একটি সহজ, সংক্ষিপ্ত অভিষেক করানো হল। যুবরানি ডায়ানার সঙ্গে চার্লসের প্রথম বিবাহের বিচ্ছেদের পরে ক্যামিলাকে ব্রিটেনের সবচেয়ে ঘৃণ্য মহিলা হিসেবে সংবাদমাধ্যম বহু বছর ধরে অভিহিত করেছে। কিন্তু, ক্যামিলা ধীরে ধীরে জনসাধারণের মধ্যে এসেছেন। চার্লসের সঙ্গে ১৮ বছর ধরে সংসার করেছেন। প্রয়াত রানি এলিজাবেথ গত বছর ক্যামিলাকে কুইন কনসোর্ট উপাধি নেওয়ার জন্য তাঁর আশীর্বাদ দিয়েছিলেন। যদিও সমীক্ষা বলছে, ক্যামিলাকে নিয়ে ব্রিটেনবাসীর অস্বস্তি এখনও কাটেনি।

আরও পড়ুন- তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, কেমন ব্যবস্থার আয়োজন হচ্ছে ব্রিটেনে?

উইলিয়াম, কেট ও শিশুরা
চার্লসের জ্যেষ্ঠ পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম রাজ্যাভিষেকে অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করলেন। উইলিয়াম তাঁর পিতার সামনে নতজানু হয়ে নিজের আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে শ্রদ্ধা জানালেন। বললেন, 'আপনার জীবন এবং অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা সৃষ্ট মানুষ' হিসেবে এই সম্মান জানালেন। উইলিয়ামের বড় ছেলে, জর্জ আবার সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী। তাঁর ৯ বছর বয়স। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবের গির্জার মধ্যে দিয়ে মিছিলে তিনিও যোগ দিয়েছেন। যা রাজা তৃতীয় চার্লসের চতুর্স্তরীয় রাজ্যাভিষেকেরই অঙ্গ।

prince Charles Coronation Britan
Advertisment