Advertisment

Council of Ministers sworn-in: মোদীর সরকারে বিরাট মন্ত্রিসভা, কে কী করেন জানলে চোখ কপালে উঠবে

Cabinet Ministers: নতুন মন্ত্রী পরিষদে ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা ৩০ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সংখ্যা পাঁচ জন। প্রতিমন্ত্রীর সংখ্যা ৩৬ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi, Cabinet, মোদী, মন্ত্রিসভা

Modi-Cabinet: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার (৯ জুন) নতুন এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে শপথবাক্য পাঠ করান। (ছবি- এক্সপ্রেস)

The functions of Cabinet Ministers and Ministers of State: লোকসভা নির্বাচনের পর শপথগ্রহণ করেছে মন্ত্রী পরিষদের সদস্যরা। তাঁদের মধ্যে কেউ হয়েছেন পূর্ণমন্ত্রী। কেউ বা প্রতিমন্ত্রী। যাঁদের কাজের মধ্যে বেশ কিছু ফারাক আছে। প্রশ্ন হল, মন্ত্রী পরিষদ কী? এর সদস্যই বা কারা? তাঁদের ওপর কোন দায়িত্ব দেওয়া হয়েছে? একজন প্রতিমন্ত্রী এবং একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (MoS)-এর মধ্যে পার্থক্যটাই বা কী? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার (৯ জুন) নতুন এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন, মন্ত্রী পরিষদ (Council of Ministers/COM) গতবারের চেয়ে বহরে বড় হয়েছে। নতুন মন্ত্রী পরিষদে ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা ৩০ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সংখ্যা পাঁচ জন। প্রতিমন্ত্রীর সংখ্যা ৩৬ জন।

Advertisment

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কী?

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের নেতৃত্বে থাকেন প্রধানমন্ত্রী। যা সরকারের নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে সংসদীয় সরকারি ব্যবস্থায়, এই মন্ত্রী পরিষদ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। ভারতের রাষ্ট্রপতি দেশের কার্যনির্বাহী প্রধান। ভারতীয় সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি বাধ্যতামূলকভাবে মন্ত্রী পরিষদের সাহায্য এবং পরামর্শের ওপর নির্ভরশীল। সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুসারে, 'রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে। যারা তাঁর কার্য সম্পাদনের ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার কাজ করবে।' সংবিধানের ৭৫ অনুচ্ছেদে আরও বলা হয়েছে যে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন।

প্রধানমন্ত্রীর সুপারিশে নিয়োগ

প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরও নিয়োগ করবেন। মন্ত্রী পরিষদের আকার লোকসভা বা জনগণের সংসদ বা জনপ্রতিনিধিদের সংখ্যার ১৫%-এর বেশি হওয়া উচিত নয়। সংবিধানের অনুচ্ছেদ ৮৮, মন্ত্রীদের লোকসভা এবং রাজ্যসভা উভয় জায়গাতেই কথা বলার বা অংশগ্রহণ করার ক্ষমতা দিয়েছে। সেইসঙ্গে সংসদের উভয়কক্ষে যে কোনও যৌথ অধিবেশন বা যে কোনও সংসদীয় কমিটিতে মন্ত্রীদের যুক্ত করা যেতে পারে। সেই ক্ষমতাও দিয়েছে সংবিধান।

মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রীর ভূমিকা কী?

প্রধানমন্ত্রী একটি নির্বাহী ক্ষমতায় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের প্রধান। তিনি যে পদে আছেন, সেটা হল মন্ত্রী পরিষদে প্রথম পদ। প্রধানমন্ত্রীর একটি অনন্য ভূমিকা রয়েছে। তাঁকে মন্ত্রী পরিষদের নেতা হিসেবে বিবেচনা করা হয়। সংবিধানের অনুচ্ছেদ ৭৫ অনুযায়ী, 'মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে।' তারপরও, প্রধানমন্ত্রীই সমস্ত গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী থাকবেন।

আরও পড়ুন- মোদী সরকারে ফিরতেই ভোলবদল মালদ্বীপের! ভারতের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা মুইজ্জুর

প্রধানমন্ত্রীর অন্যান্য দায়িত্ব

বর্তমান সরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের দায়িত্বে। বিদায়ী মন্ত্রী পরিষদেও তিনি এই পদে ছিলেন। প্রধানমন্ত্রী পরমাণু শক্তি বিভাগ এবং মহাকাশ বিভাগের দায়িত্বেও রয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদে সচিবালয়ের প্রধানের দায়িত্বেও আছেন। সঙ্গে, তিনি নীতি আয়োগ এবং মন্ত্রিসভার নিয়োগ কমিটিরও প্রধান।

Modi Cabinet Modi Government Constituition of India Prime Minister President of India
Advertisment