ভ্যাকসিন মজুত করাই এখন বড় চ্যালেঞ্জ ভারতের কাছে

কম বেশি সব ভ্যাকসিন মজুতের ক্ষেত্রে তাপমাত্রা থাকতে হবে হিমাঙ্কের নীচে। এর অর্থ হল লক্ষ লক্ষ ডোজের জন্য আরও বাড়াতে হবে ক্যাপাসিটি।

কম বেশি সব ভ্যাকসিন মজুতের ক্ষেত্রে তাপমাত্রা থাকতে হবে হিমাঙ্কের নীচে। এর অর্থ হল লক্ষ লক্ষ ডোজের জন্য আরও বাড়াতে হবে ক্যাপাসিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভ্যাকসিন নিয়ে মূলত তার কার্যকারীতা নিয়ে চিন্তা ছিলই প্রাথমিকভাবে। তবে বিভিন্ন ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়ালের রিপোর্ট থেকে সুরক্ষা ও কাজ নিয়ে কিছুটা হলেও আশ্বাস মিলছে। এই পরিস্থিতিতে এবার আগামীতে ভ্যাকসিন মজুতের সংকট প্রকাশ্যে এসেছে।

Advertisment

কম বেশি সব ভ্যাকসিন মজুতের ক্ষেত্রে তাপমাত্রা থাকতে হবে হিমাঙ্কের নীচে। সম্প্রতি ফাইজার সংস্থার মুখপাত্র জানান, এই কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন -৭৫ ডিগ্রিতে স্টোর করতে হবে। এর অর্থ হল লক্ষ লক্ষ ডোজের জন্য আরও বাড়াতে হবে ক্যাপাসিটি। যেখানের তাপমাত্রা থাকবে -৯০ থেকে -৬০ ডিগ্রি সেন্টিগ্রেড। এখনও এত বিপুল পরিমাণ ক্যাপাসিটি কোনও দেশেরই নেই।

এক নজরে দেখে নেওয়া যাক কোন ভ্যাকসিন কত তাপমাত্রায় রাখতে হবে-

publive-imagepublive-imagepublive-imagepublive-imagepublive-imagepublive-image

মঙ্গলবার কোভিড পরিস্থিতি ও ভ্যাকসিন বিষয়ক বৈঠকেও প্রধানমন্ত্রী মোদী ভ্যাকসিন মজুতের দিকে জোর দেন। সব রাজ্যকে লিখিত পরিকল্পনাও জানাতে বলেছেন। ভ্যাকসিন সায়েন্টিস্ট ডা: গগনদীপ কাং জানিয়েছেন এই ভ্যাকসিন মজুত করা এবং সরবরাহ করা সহজ বিষয় নয়।

Advertisment

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19