চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম বুধবার সন্ধ্যা ৬টার একটু পরে চাঁদের পৃষ্ঠে সফল অবতরণ করেছে। প্রথম কোনও মহাকাশযান চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ করল। উজ্জ্বল করল ভারতের নাম। মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং চিনের পর ভারত ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করল। এটা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সবচেয়ে বড় সাফল্য। এর আগে ভারতীয় মহাকাশ সংস্থার তিনটি প্রধান কর্মসূচি ছিল উপগ্রহ নির্মাণ, রকেট তৈরি এবং গ্রহের সন্ধান।
ইসরোর উপগ্রহ কর্মসূচি
১৯৭৫ সালের ১৯ এপ্রিল আর্যভট্ট উপগ্রহের উৎক্ষেপণ মহাকাশ যুগে ভারতের প্রবেশকে চিহ্নিত করেছিল। জ্যোতির্বিদ্যা, অ্যারোনমিক্স এবং সৌর পদার্থবিদ্যায় পরীক্ষা চালানোর জন্য তৈরি ৩৬০ কেজি ওজনের মহাকাশযানটির সম্পূর্ণরূপে ইসরোর নকশায় তৈরি, বানিয়েছেও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পঞ্চম শতাব্দীর কিংবদন্তি গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানীর নামানুসারে ওই উপগ্রহের নামকরণ করেছিলেন।
সোভিয়েতের সাহায্য
উপগ্রহটি কোসমাস ৩এএম রকেটে সোভিয়েত ইউনিয়নের কাপুস্টিন ইয়ার উৎক্ষেপণ ঘাঁটি থেকে যাত্রা করেছিল। সেই সময়ে ভারতের নিজস্ব উৎক্ষেপণ বাহন ছিল না। তাই সোভিয়েত রাশিয়া ১৯৭১ সালে ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল এবং পরে তা বিনামূল্যে করতে সম্মত হয়েছিল। উপগ্রহটি মহাকাশে প্রায় পাঁচ দিন ভালো কাজ করেছিল কিন্তু, তারপরে শক্তি হারিয়েছিল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন- চন্দ্রযানের ল্যান্ডার কোন পরীক্ষাগুলো করছে, রোভার নজর রাখছে কীসের ওপর?
এরপরই এসেছে আত্মবিশ্বাস
ইউ আর রাও, যিনি ইসরোর উপগ্রহ কর্মসূচি উন্নয়নের নেতৃত্ব দিয়েছেন, তিনি 'ফ্রম ফিশিং হ্যামলেট টু রেড প্ল্যানেট: ইন্ডিয়া'স স্পেস জার্নি' বইয়ে লিখেছেন, 'আর্যভট্ট আমাদের মহাকাশ কর্মসূচির অগ্রদূত হয়ে উঠেছে এবং যোগাযোগের জন্য অত্যাধুনিক অ্যাপ্লিকেশন স্যাটেলাইট তৈরি করার লক্ষ্যে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। যা, প্রাকৃতিক সম্পদের দূরবর্তী অনুধাবন এবং আবহাওয়া সংক্রান্ত তদন্তে সাহায্য করবে।' আর্যভট্টের পরেই, দুটি পরীক্ষামূলক রিমোট সেন্সিং উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ভারত: ১৯৭৯ সালে ভাস্কর-১ এবং ১৯৮১ সালে ভাস্কর-২। এই মহাকাশযানগুলো ইন্ডিয়ান রিমোট সেন্সিং (আইআরএস) স্যাটেলাইট ব্যবস্থার ভিত্তি রচনা করেছিল। যার দ্বারা তৈরি হয়েছিল পৃথিবী পর্যবেক্ষণ মহাকাশযানের একটি ধারাবাহিকতা।