The story of Usha Mehta and Congress Radio: বছরটা ১৯৪২। ভারত ছাড়ো আন্দোলন তখন পুরোদমে চলছে। অথচ প্রবীণ কংগ্রেস নেতারা কারাগারে। আসলে সেই সময়, কংগ্রেস রেডিও স্বাধীনতার শিখা ভারতীয়দের হৃদয়ে জ্বালিয়ে রেখেছিল। যে রেডিও চালাতেন ঊষা মেহতা। গত বৃহস্পতিবার (২১ মার্চ), তাঁর জীবনী নিয়ে তৈরি সিনেমা, 'Ae Watan Mere Watan' অ্যামাজন প্রাইমে ডাউনলোডের জন্য উপলব্ধ হয়েছে। সিনেমায়, ঊষা মেহতার চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। এই কংগ্রেস রেডিও ছিল, গোপন জায়গা থেকে চালু রাখা এক রেডিও স্টেশন। যা ১৯৪২ সালে, 'ভারত ছাড়ো আন্দোলন'-এর সময় চালু ছিল।
ভারত ছাড়ো আন্দোলন: 'করেঙ্গে ইয়া মরেঙ্গে'
ভারত ছাড়ো আন্দোলন (কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা কিউআইএম), ১৯৪২ সালের ৮ আগস্ট শুরু হয়। মহাত্মা গান্ধী বম্বের গোয়ালিয়া ট্যাংক ময়দানে তাঁর বিখ্যাত ভাষণে বলেছিলেন, 'ডু অর ডাই। আমরা হয় ভারতকে মুক্ত করব, না হয় চেষ্টা করে মরব।' এই ভারত ছাড় আন্দোলনে দেশের অসংখ্য নাগরিক যোগ দিয়েছিলেন। বৃটিশ শাসনের অবসানের আহ্বান জানিয়ে শুরু হওয়া এই আন্দোলন গণবিক্ষোভের রূপ নিয়েছিল। জনসাধারণের বিরুদ্ধে নাশকতার অভিযোগও উঠেছিল। এমনকী, নির্দিষ্ট অঞ্চলে সমান্তরাল সরকার প্রতিষ্ঠারও সাক্ষী হয়েছিল এই আন্দোলন।
ব্রিটিশদের অত্যাচার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটিশরা এমনিতেই বিপর্যস্ত ছিল। তার ওপর, এই আন্দোলন। ফলে, ব্রিটিশরা রীতিমতো হিংস্র হয়ে উঠেছিল। প্রতিক্রিয়া হিসেবে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছিল। গান্ধী, জওহরলাল নেহেরু এবং বল্লভাই প্যাটেল-সহ কংগ্রেসের সমস্ত প্রবীণ নেতৃত্বকে ৯ অগাস্টের মধ্যে কারাবন্দি করা হয়। পাশাপাশি, কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতেও ঔপনিবেশিক কর্তৃপক্ষের নিষ্ঠুর দমন-পীড়নের মধ্যে ভারত ছাড় আন্দোলনকে টিকিয়ে রেখেছিলেন তরুণ নেতাদের একটি অংশ।
আরও পড়ুন- কলে জল নেই, তীব্র জলসংকট, নাজেহাল বাসিন্দারা! বিশেষজ্ঞদের মতে, কারণটা ভয়াবহ
রেডিও শক্তি
সেই তরুণদের অন্যতম ছিলেন ঊষা মেহতা। যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, তখন ঊষা মেহতার বয়স ছিল মাত্র ২২ বছর। বোম্বের আইনের ছাত্রী ঊষা গান্ধীকে শ্রদ্ধা করতেন। তিনি স্বাধীনতা সংগ্রামের অংশ হতে চেয়েছিলেন। তাঁর অনেক সহকর্মীর মত, ভারত ছাড়ো আন্দোলনের অংশ হতে নিজেকে দেশের প্রতি উৎসর্গ করেছিলেন। লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। সেসব কাহিনি নিয়ে ঊষা ঠক্করের একটি বই ২০২১ সালে প্রকাশিত হয়। বইটির নাম, 'কংগ্রেস রেডিও: উষা মেহতা এবং আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন, ১৯৪২'। উষা ঠক্কর এই বই লেখার সময় ঊষা মেহতার সঙ্গে কথা বলেছিলেন। ঊষা মেহতা লেখিকাকে বলেছিলেন, 'আমরা ভারত ছাড়ো আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলাম।' কীভাবে সেই আকর্ষণ তৈরি হয়েছিল, কীভাবেই বা তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সেই ব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন মেহতা।