Advertisment

Explained: চলতি বছর কি এল নিনোর সময়কাল? হলে, কী ঘটতে পারে?

ভারতে সব খরার বছরই এল নিনোর বছর। তবে, সব এল নিনোর বছরই খরার বছর নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
EL Nino and La Nina

ভারতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর ভালো বর্ষা এবং সামগ্রিক বৃষ্টিপাত হয়েছে। এই চার বছরে, সারা দেশে বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ ছিল ১,২৬৮ মিলিমিটার। আর, জুন থেকে সেপ্টেম্বর, এই চার মাসের (দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর মরশুমে) বৃষ্টি হয়েছে ৯৩৩.১ মিলিমিটার। তার আগের পাঁচ বছর, অর্থাৎ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশে বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ ছিল ১,০৭২.১ মিলিমিটার। আর মৌসুমী বায়ুর মরশুমে ৮১২.৪ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছিল।

Advertisment

বেশি বৃষ্টির সুবিধা
বেশি বৃষ্টি এবং দীর্ঘসময় বৃ্ষ্টি চলায় ফসলের উৎপাদনও ভালো হয়েছে। জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ -২০২০ থেকে ২০২২-২০২৩ সাল পর্যন্ত দেশে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ঘটেছে ৪.৩%। তার আগে, তার আগে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত দেশে ফসলের উৎপাদন বৃদ্ধির পরিমাণ ছিল ৩.২%।

লা নিনা
২০১৯-২২ সালে ব্যাপক বৃষ্টিপাতের জন্য আবহাওয়াবিদরা কৃতিত্ব দিচ্ছেন লা নিনাকে। এই লা নিনা হল একটি বায়ুমণ্ডলীয় বায়ু এবং সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা (এসএসটি)। যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে পরিবর্তনশীলতার জেরে তৈরি হয়। কিন্তু, বিশ্বব্যাপী আবহাওয়ায় প্রভাব ফেলে। স্প্যানিস শব্দ লা নিনার অর্থ হল, 'ছোট বালিকা'। লা নিনা-কে অনেক সময় এল ভিয়েজো বা অ্যান্টি এল নিনোও বলা হয়। সাধারণত এল নিনোর বিপরীত অবস্থায় হল এই লা নিনা।

লা নিনার ফল
লা নিনার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে স্বাভাবিকের থেকে শীতল এক সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায়। যার ফলে ওই অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয়, যা আয়ন বায়ুর পশ্চিমমুখী গমনকে আগের চেয়েও ত্বরান্বিত করে। আর, এর ফলে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার উত্তর অংশে প্রচুর বৃষ্টিপাত ঘটে। আর, পূর্ব উপকূলে অবস্থিত দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলে তৈরি হয় শুষ্ক পরিস্থিতি।

আরও পড়ুন- জীববৈচিত্র্যের ক্ষতি কীভাবে মানুষের স্বাস্থ্যকে বিপন্ন করে?

সাধারণত লা নিনার পর আসে এল নিনো। যে স্প্যানিস শব্দের বাংলা হল বালক। এই পর্যায়বৃত্ত পরিবর্তন ঘটে ৩ থেকে ৮ বছরের মধ্যে। যার ফলে ২০২৩ এন নিনোর সময় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ভারতে খরার মরশুম মানেই এল নিনোর বছর। তবে, সব এল নিনোতেই খরা হয় না। সেই ভাবনাই ভরসা জোগাচ্ছে কৃষক থেকে প্রশাসন, সকলকেই।

weather rain agriculture
Advertisment