লন্ডনে ব্রিটিশ রাজবংশের রাজকীয় রাজ্যাভিষেকের ইতিহাস প্রায় হাজার বছর পুরোনো। সেই সময়, রাজ্যাভিষেকের জন্য নানারকম আচার-অনুষ্ঠান পালিত হত। যার মধ্যে অনেকগুলোই এবারও পালিত হবে। কারণ, ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ও তাঁর স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক হতে চলেছে। ৬ মে এই রাজ্যাভিষেক হওয়ার কথা। অর্থাৎ শনিবার এই রাজ্যাভিষেকের মধ্যে দিয়ে চার্লস তৃতীয় ব্রিটেনের ৪০তম রাজা হবেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে রাজ্যাভিষেক। যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
রাজমুকুট পরবেন
রাজা তৃতীয় চার্লসের বয়স বর্তমানে ৭৪ বছর। তিনি ওই দিন রাজমুকুট পরবেন। হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যের ঐতিহ্যে রাজা চার্লস তৃতীয় সবচেয়ে বেশি বয়সে রাজমুকুট মাথায় তুলতে চলেছেন। এর আগে ব্রিটেনে রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। সেটা ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠান। তাঁর চেয়ে চার্লসের অনুষ্ঠান হবে যথেষ্ট ছোট আকারের। ৬মে প্রায় ২,০০০ বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে বাকিংহাম প্যালেস। অনুষ্ঠান চলবে বড়জোড় এক ঘণ্টা। আর, চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকে আমন্ত্রিত ছিলেন ৮,০০০ বিদেশি অতিথি। অনুষ্ঠান চলেছিল তিন ঘণ্টারও বেশি।
খরচ ১,৩০০ কোটি
তারপর থেকে টানা ৭০ বছর ব্রিটেনের সিংহাসন সামলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এবার করোনা পরবর্তী আর্থিক সমস্যা জর্জরিত ব্রিটেনে এই রাজ্যাভিষেকের জন্য খরচ হবে ১,৩০০ কোটি টাকা। 'অপারেশন গোল্ডেন অর্ব কমিটি' নামে এক সংস্থাকে রাজ্যাভিষেকের আয়োজনের দায়িত্ব দিয়েছে ব্রিটিশ সরকার। ওই দিন ব্রিটেনজুড়ে সব ব্যাংক-সহ সরকারি সংস্থাগুলো বন্ধ থাকবে। বিশ্বের ২০৩টি দেশ থেকে অতিথিরা যোগ দেবেন এই অনুষ্ঠানে।
আরও পড়ুন- যন্তর-মন্তরে বিক্ষোভকারী কুস্তিগিরদের কাছে পিটি ঊষা, পাশে থাকার আশ্বাস
বাইবেল পড়বেন সুনাক
ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবে পরিচিত রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে বাইবেল পাঠ করবেন ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইতিহাস গড়ে এই প্রথমবার ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকে খ্রিস্টানরা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের নেতারা। তবে, খ্রিস্টান ধর্মের আদর্শ অনুযায়ীই ব্রিটেনকে রক্ষার শপথ নেবেন রাজা তৃতীয় চার্লস। রাজ্যাভিষেকের পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকছেন আর্চবিশপ অফ ক্যান্টারবেরি, জাস্টিন ওয়েলবি। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে থাকবেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফও। চার্লস তৃতীয়র হাতে পরিয়ে দেওয়া হবে সোনার ব্রেসলেট।