scorecardresearch

Explained: এবারের কেন্দ্রীয় বাজেটের তিনটি বিশেষত্ব, জানেন সেগুলো কী?

বাজেটে আয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Nirmala_Sitharaman_2

এবারের কেন্দ্রীয় বাজেট বা ২০২৩-২৪ এর কেন্দ্রীয় বাজেটের তিনটি বড় দিক: মূলধনী ব্যয়, আর্থিক বিচক্ষণতা এবং নতুন আয়কর ব্যবস্থা। সংক্ষেপে বলতে গেলে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০১৯-২০ সালে যে বৃহত্তর আর্থিক বৃদ্ধির জন্য যে কৌশল উদ্ভাবন করেছিলেন, এই দিকগুলো তারই অঙ্গ।

এই বৃদ্ধির কৌশলের দুটি দিক
একটি হল-
উৎপাদনশীল সক্ষমতায় বিনিয়োগের জন্য অর্থনীতির বেসরকারি খাতকে উৎসাহিত করা। আর, এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৃদ্ধিকে এগিয়ে যাওয়ার জন্য ধাক্কা দেওয়া।

দ্বিতীয়টি হল- অর্থনীতিতে সরকারের ভূমিকা। এখানে মূলমন্ত্র হল, ন্যূনতম সরকার। যার অর্থ হল, মূলধনী ব্যয় বৃদ্ধি। আর, বিনিয়োগের মাধ্যমে রাজস্ব বাড়ানো। সংক্ষেপে বলতে গেলে এক্ষেত্রে সরকার আর্থিক বিচক্ষণতা বজায় রেখেছে। আর, জনপ্রিয় প্রকল্পগুলোয় অর্থ ব্যয় করতে রাজি হয়নি।

তাঁর সর্বশেষ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বিষয়গুলোর ওপর জোর দিয়েছেন:-

১) সরকারের মূলধনী ব্যয় বৃদ্ধি- মূলধনী ব্যয় হল সেই অর্থ যা রাস্তা, সেতু এবং বন্দরের মতো উত্পাদনশীল সম্পদ বা পরিকাঠামো তৈরিতে ব্যয় করা হয়। এটি অর্থনীতিতে বৃহত্তর রিটার্ন দেয় এবং প্রতি ১০০ টাকা খরচ করলে অর্থনীতির জন্য ২৫০ টাকা লাভ হয়। অন্যদিকে রাজস্ব ব্যয় বা খরচ করলে, তাতে বিশেষ লাভ আসে না। ১০০ টাকা খরচ করলে, ১০০ টাকারও কম সরকারের কাছে ফেরত আসে। সরকারের সর্বশেষ বাজেটে মূলধনী ব্যয় ১০ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবর্ষে বরাদ্দ মূলধনী ব্যয় (৪.৩৯ লক্ষ কোটি টাকা)-এর তুলনায় দ্বিগুণেরও বেশি।

২) আর্থিক বিচক্ষণতা- কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন যে রাজস্ব ঘাটতি (সরকারের বাজার থেকে ঋণ নেওয়া) কমবে। তা জিডিপির ৫.৯%-এ নেমে আসবে। যেমন, গত অর্থবর্ষেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটি বৃহত্তর অর্থনীতির ওপর একটি কল্যাণকর প্রভাব ফেলবে। কারণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে বেসরকারি উদ্যোক্তারা ঋণ নেওয়ার জন্য অর্থ পাবেন।

আরও পড়ুন- নতুন কর ব্যবস্থা, জানেন আপনি করছাড় পাবেন কি না?

৩) নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থা- নতুন ব্যক্তিগত আয়করই সম্ভবত এবারের বাজেটের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত। বেতনভোগী ভারতীয়রা আয়করের ক্ষেত্রে কিছুটা সুরাহা আশা করছিলেন। অর্থমন্ত্রী সেই চাহিদা মিটিয়েছেন। পাশাপাশি, তিনি নতুন এবং পুরোনো দুটি আয়কর ব্যবস্থাই চালু রাখছেন। যাঁরা নতুন ব্যবস্থায় অসুবিধা অনুভব করবেন, তাঁরা পুরোনো আয়কর ব্যবস্থার মাধ্যমে কর দিতে পারবেন।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Three big takeaways of union budget