Top 10: চেনেন এঁদের? টাটা, বিড়লারা নন, এই তরুণরাই বদলে দিচ্ছেন দেশের শিল্পের ছবি

Young Entrepreneurs of India: হুরুন ইন্ডিয়া ইউ৩০ তালিকা ২০২৫ প্রকাশ করেছে। এখানে রয়েছে ভারতের সেরা ১০ তরুণ শিল্পপতির নাম, যাঁদের বয়স ২৫ বা তারও কম।

Young Entrepreneurs of India: হুরুন ইন্ডিয়া ইউ৩০ তালিকা ২০২৫ প্রকাশ করেছে। এখানে রয়েছে ভারতের সেরা ১০ তরুণ শিল্পপতির নাম, যাঁদের বয়স ২৫ বা তারও কম।

author-image
IE Bangla Web Desk
New Update
Hurun India

Hurun India: জেপ্টোর প্রতিষ্ঠাতা এই তরুণরা দেশের স্টার্টআপ মানচিত্রই বদলে দিচ্ছেন।

Young Entrepreneurs of India: ভারতের স্টার্টআপ জগতে ফের আলোচনায় উঠে এসেছে নতুন প্রজন্মের নেতৃত্ব। অ্যাভেন্ডাস ওয়েলথ এবং হুরুন রিসার্চ ইনস্টিটিউট ২০২৫ সালের ইউ৩০ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ৩০ বছরের কমবয়সি সবচেয়ে উদীয়মান উদ্যোক্তাদের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে অনেকেরই বয়স কেবল ২২-২৫ বছরের মধ্যে। কিন্তু, ইতিমধ্যেই তাঁরা প্রমাণ করে দিয়েছেন যে সাহস, নতুন ভাবনা আর প্রযুক্তির সহায়তায় বেশ বড় কিছু করা সম্ভব।

Advertisment

ভারতের সেরা ১০ তরুণ উদ্যোক্তা (যাঁরা ২৫ বছরের কম বয়সি)

মর্যাদাক্রম নাম বয়স কোম্পানি বাসস্থান
কৈবল্য ভোহরা ২২ Zepto মুম্বাই, মহারাষ্ট্র
আদিত পালিচা ২২ Zepto মুম্বাই, মহারাষ্ট্র
এভিআর শ্রী স্মরণ ২২ AVR Swarnamahal Jewellers সালেম, তামিলনাড়ু
অর্জুন দেশপাণ্ডে ২২ Generic Aadhaar থানে, মহারাষ্ট্র
শিব এ. শঙ্কেশ্বর ২৩ Vijayanand Travels হুব্বালি, কর্ণাটক
উজ্জ্বল সুখেজা ২৪ Swish বেঙ্গালুরু, কর্ণাটক
সরন এস ২৪ Swish তিরুচিরাপল্লী, তামিলনাড়ু
অনিকেত শাহ ২৫ Swish আহমেদাবাদ, গুজরাট
রাহুল রাওয়াত ২৫ Digantara ফাগওয়ারা, পাঞ্জাব
১০ মিহির মেন্ডা ২৫ RMZ Corporation বোস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র
Advertisment

তালিকার শীর্ষে জেপ্টোর নেতৃত্ব

এই তালিকার শীর্ষে রয়েছেন কৈবল্য ভোহরা ও আদিত পালিচা। তাঁরা মাত্র ২২ বছর বয়সে Zepto প্রতিষ্ঠা করে ভারতের সবচেয়ে দ্রুত বিকাশশীল কুইক কমার্স প্ল্যাটফর্মের চেহারাটাই বদলে দিয়েছেন। কোম্পানিটি ইতিমধ্যে ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

প্রযুক্তি ও উদ্ভাবনে মহিলা নেতৃত্ব

তালিকায় থাকা দেবিকা ঘোলাপ (২৮), ডিজিটাল প্যাথলজির স্টার্টআপ Optoscan-এর প্রতিষ্ঠাতা। তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে কমবয়সি। এর পাশাপাশি অনন্যাশ্রী বিড়লা (৩০) ও রাধিকা আম্বানি (৩০) উদ্ভাবনী নেতৃত্বের একটি নতুন ধারা প্রতিষ্ঠা করেছেন।

গ্লোবাল কানেকশন

বোস্টনের বাসিন্দা মিহির মেন্ডা ভারতীয় রিয়েল এস্টেট সংস্থা RMZ-এর বোর্ডে রয়েছেন। এই তালিকায় তাঁর উপস্থিতি প্রমাণ করেছে যে ভারতীয় উদ্যোক্তারা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের মেলে ধরেছেন।

হুরুন তালিকার কিছু চমকে দেওয়ার মত তথ্য

  • মোট ৭৯ জন উদ্যোক্তার মধ্যে ৬৬ জন প্রথম প্রজন্মের শিল্পপতি

  • ৫.২ বিলিয়ন মার্কিন ডলার ($) ইকুইটির সঙ্গে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সংগ্রহ করেছে কোম্পানিগুলো

  • ৬ জন মহিলা উদ্যোক্তা রয়েছেন এই তালিকায়

  • AI, Logistics, Healthtech, Aerospace, Jewelry এবং Finance-এ উল্লেখযোগ্য অংশগ্রহণ করেছেন এই তরুণ শিল্পপতিরা

ভারতের তরুণ উদ্যোক্তারা এখন আর শুধু স্বপ্ন দেখেন না। বরং স্বপ্নকে বাস্তবে রূপও দিচ্ছেন। হুরুন ইন্ডিয়ার এই তালিকা প্রমাণ করে যে ভবিষ্যৎ প্রজন্ম ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। আর, তালিকায় থাকা এই প্রজন্মই শিল্পক্ষেত্রে ভারতের পরিবর্তনের অন্যতম কারিগর। 

Top 10 Young Entrepreneurs