Advertisment

Explained: হোয়াটসঅ্যাপ বা ওই ধরনের পরিষেবাগুলোর নিয়ন্ত্রণ দরকার, বারবার ট্রাই কেন এসব বলছে?

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই ধরনের পরিষেবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নোডাল মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
Mobile

হোয়াটসঅ্যাপ, জুম এবং গুগল মিটের মতো ওভার-দ্য-টপ (OTT) যোগাযোগ পরিষেবাগুলোর জন্য একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামো তৈরির বিরুদ্ধে প্রথম সুপারিশ করার প্রায় তিন বছর পরে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) তার অবস্থান পুনর্বিবেচনা করছে এবং পরামর্শ নেওয়া শুরু করেছে, যে কীভাবে এই পরিষেবাগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে।

Advertisment

শুক্রবার (৭ জুন) প্রকাশিত একটি পরামর্শ পত্রে, ট্রাই তার স্টেকহোল্ডারদের পরিষেবাগুলো নিয়ন্ত্রণ করার বিষয়ে পরামর্শ পাঠাতে বলেছে এবং সমগ্র ইন্টারনেট বন্ধ করার বদলে ওটিটি পরিষেবাগুলোর ওপর একটি নির্বাচনী নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে কি না, সেই ব্যাপারে পরামর্শ চেয়েছে। এই ধরনের পরিষেবাগুলো নিয়ন্ত্রণ করা টেলিকম অপারেটরদের দীর্ঘস্থায়ী দাবি। কারণ, অপারেটররা বছরের পর বছর ধরে 'একই পরিষেবা একই নিয়ম'-এর পক্ষে কথা বলে আসছিলেন।

এক্ষেত্রে ইন্টারনেট পরিষেবার বিভিন্ন নিয়মকানুন বদলানো হতে পারে। একাধিক সরকারি সংস্থা এই ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে অংশীদার। গত বছর টেলিকমিউনিকেশন বিভাগ (ডট) দ্বারা প্রকাশিত খসড়া টেলিকম বিলটি লাইসেন্সিংয়ের ব্যবস্থা করেছে। ওটিটি পরিষেবাগুলোকে লাইসেন্সিংয়ের আওতায় আনারও সুপারিশ করেছিল। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ইতিমধ্যেই এই ধরনের পরিষেবা নিয়ন্ত্রণের জন্য নোডাল মন্ত্রক হিসেবে রয়েছে।

এর আগে এই ট্রাই কিন্তু, ২০২০ সালের সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্মগুলোর ওপর নিয়ন্ত্রকের হস্তক্ষেপের বিরুদ্ধে সুপারিশ করেছিল। সেই সময় ট্রাই বলেছিল যে এটি বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। তবে, একইসঙ্গে ট্রাই বলেছে যে এই ক্ষেত্রটি পর্যবেক্ষণ করা উচিত এবং এই ব্যাপারে 'উপযুক্ত সময়ে' হস্তক্ষেপ করা উচিত।

আরও পড়ুন- শরিকদের মতানৈত্য, নেদারল্যান্ডসে সরকারের পতন, কারণটা জানলে অবাক হবেন!

২০২২ সালে, ডট কর্তৃপক্ষের কাছে আবার চিঠি লিখেছিল ট্রাই। সেই সময় ট্রাই তার সুপারিশগুলো পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিল। আর, 'ওটিটি পরিষেবাগুলোর নির্বাচনী নিষিদ্ধকরণ'-এর জন্য একটি উপযুক্ত নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরির পরামর্শও দিয়েছিল। কারণ, ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারীরা ভারতীয় টেলিগ্রাফ অ্যাক্ট ১৮৮৫, ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট ১৯৩৩ এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৯৭-সহ বেশ কয়েকটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইনি বাধা টেলিকম পরিষেবা প্রদানকারীদের মেনে চলতে হয়। এই ধরনের প্রয়োজনীয়তা বর্তমানে ওটিটি পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই ট্রাইয়ের অভিযোগ।

TRAI Modi Government mobile
Advertisment