Advertisment

Trump USA: ট্রাম্প আমেরিকায় আক্রান্ত! কোনওমতে মৃত্যু এড়ালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

Donald Trump: শুধু ট্রাম্পই নন। মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে রাজনৈতিক হিংসার ইতিহাস দীর্ঘ। এ পর্যন্ত যার বলি হয়েছেন চার জন মার্কিন প্রেসিডেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Republican presidential candidate, former U.S. President Donald Trump, ডোনাল্ড ট্রাম্প

Republican presidential candidate-former U.S. President Donald Trump: রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একটি সমাবেশে প্রচার করছেন। (ছবি- রয়টার্স)

Trump USA escapes assassination bid: শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ার বাটলার কান্ট্রিতে একটি নির্বাচনী সমাবেশে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি এবং হোয়াইট হাউসের নির্বাচনে ২০২৪ সালের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা হয়েছে। ট্রাম্প কানে আঘাত পেয়েছেন। তবে, আঘাত গুরুতর নয়। ঘটনায় ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে রাজনৈতিক হিংসার ইতিহাস দীর্ঘ। এ পর্যন্ত যার বলি হয়েছেন চার জন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisment
Donald Trump shot at during rally, ডোনাল্ড ট্রাম্পকে গুলি
Donald Trump shot: মার্কিন মুলুকে একটি সভায় গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প। ছবি: AP-এর সৌজন্যে।

১. আব্রাহাম লিংকন (১৮৬৫)

১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, আমেরিকায় গৃহযুদ্ধ (১৮৬১ থেকে ১৮৬৫) শেষ হওয়ার কয়েক দিন পরে, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল, গুড ফ্রাইডেতে নিহত হয়েছিলেন। লিংকন, ওয়াশিংটন ডিসির ফোর্ডস থিয়েটারে, 'আওয়ার আমেরিকান কাজিন' নাটকটি দেখতে বসেছিলেন। সেই সময় আততায়ী জন উইল্কস বুথ প্রেসিডেন্সিয়াল বক্সে ঢুকে পড়ে। আর, লিংকনের মাথায় গুলি করে। বুথ কনফেডারেটদের প্রতি সহানুভূতিশীল ছিল। কনফেডারেটরা গৃহযুদ্ধে পরাজিত হয়েছিল। বুথ সেই সময়ে একজন সুপরিচিত অভিনেতাও ছিল। কিন্তু, কৃষ্ণাঙ্গ আমেরিকানদের সমান ভোটাধিকারের যে দাবি লিংকন সমর্থন করতেন, তার বিরোধিতা করত বুথ। গুলিবিদ্ধ লিংকন পরের দিন সকালে মারা যান।

২. জেমস এ গারফিল্ড (১৮৮১)

কার্যভার গ্রহণের মাত্র ছয় মাস পরে, মার্কিন যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট জেমস এ গারফিল্ড, ১৮৮১ সালের ২ জুলাই, ওয়াশিংটন ডিসির বাল্টিমোর এবং পোটোম্যাক রেলরোড স্টেশনে পিছনে এবং কাঁধে গুলিবিদ্ধ হন। প্রেসিডেন্ট তাঁর নিজের পথে যাচ্ছিলেন। তিনি আলমা মেটার উইলিয়ামস কলেজে একটি বক্তৃতা দেন। সেই জন্য স্টেশনে যেতে হয়েছিল। শুটার চার্লস জে. গুইটো, ভাইস-প্রেসিডেন্ট চেস্টার এ আর্থারের সমর্থক ছিল। আর, আর্থারকে প্রেসিডেন্ট দেখতে চেয়েছিল। গারফিল্ড গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পরে মারা যান।

৩. উইলিয়াম ম্যাককিনলে (১৯০১)

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি। তাঁর দ্বিতীয় মেয়াদের ছয় মাস কাটানোর পর ১৯০১ সালের ৬ সেপ্টেম্বর, নিউইয়র্কের বাফেলোতে প্যান-আমেরিকান এক্সপোজিশনে অংশ নেওয়ার সময় তাঁকে পেটে দু'বার গুলি করা হয়েছিল। ম্যাককিনলি তাঁর ক্ষত থেকে হওয়া গ্যাংগ্রিনে আট দিন পরে ৫৬ বছর বয়সে মারা যান। লিওন জলগোষ (Czolgosz)-কে মার্কিন প্রেসিডেন্টের হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন সিক্রেট সার্ভিসের ক্ষমতাকে মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষায় ব্যবহার করা শুরু হয়।

আরও পড়ুন- মোদীর অস্ট্রিয়া সফর! কার্যত মস্কো এবং ওয়াশিংটনকে নয়াদিল্লির বার্তা?

৪. জন এফ কেনেডি (১৯৬৩)

৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ১৯৬৩ সালের ২২ নভেম্বর, টেক্সাসের ডালাসে একটি খোলা কনভার্টেবলে তাঁর স্ত্রী এবং ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির সঙ্গে ওঠার সময় মাথায় গুলিবিদ্ধ হন। সেই সময় তিনি তাঁর পুনঃনির্বাচন প্রচারের ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিলেন। লি হার্ভে অসওয়াল্ডকে গুলি করা জন্য গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, ব্যক্তিগত কারণ এবং প্রতিষ্ঠার প্রতি মোহ থেকে অসওয়াল্ড গুলি করেছিলেন। যদিও এই মামলাটিকে ঘিরে এখনও পর্যন্ত বেশ কিছু ষড়যন্ত্রের তত্ত্ব অস্বীকার করা যায়নি।

Donald Trump Election USA President Arrest
Advertisment