Turncoats being probed by Central agencies lost polls: মহারাষ্ট্রের শিবসেনা শিন্দে গোষ্ঠীর ইয়ামিনি যাদব থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বিজেপির তাপস রায়, ঝাড়খণ্ডে কংগ্রেসের প্রদীপ যাদব থেকে রাজস্থানে বিজেপির জ্যোতি মির্ধা পর্যন্ত, ১৩ জনের মধ্যে নয় দলবদলু প্রার্থী, যাঁদের বিরুদ্ধে অথবা তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে, মঙ্গলবার (৪ জুন) লোকসভা নির্বাচনে তাঁরা হেরে গিয়েছেন। এই নয়জনের মধ্যে সাতজনই বিজেপি বা তার সহযোগী দলের প্রার্থী। শনিবার হয়ে যাওয়া নির্বাচনে মোট ১৫০ জন দলবদলু প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে। এর মধ্যে ১৩ জন প্রার্থী বা তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), আয়কর বিভাগ বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্ত করছে।
পরিসংখ্যান যা বলছে
এই ১৩ জনের মধ্যে আট জন দল বদলে বিজেপিতে গিয়েছেন। তাঁদের মধ্যে সাত জন গিয়েছেন কংগ্রেস থেকে। একজন তৃণমূল কংগ্রেস থেকে। দু'জন শিবসেনা (উদ্ধব) থেকে বিজেপির শরিক শিবসেনা (শিন্দে) গোষ্ঠীতে গিয়েছেন। একজন ওয়াইএসআরসিপি থেকে দল বদলে টিডিপিতে গিয়েছেন। এজেন্সি স্ক্যানারে থাকা আট জনের মধ্যে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে ছয় জন নির্বাচনে হেরেছেন। শিবসেনার শিন্দে গ্রুপে যোগদানকারী দু'জনের মধ্যে একজন হেরেছেন। এই হেরোদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রাজস্থানের নাগৌরের জ্যোতি মির্ধা, উত্তরপ্রদেশের জৌনপুরের কৃপাশংকর সিং, কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়, অন্ধ্রপ্রদেশের আরাকুর প্রার্থী কোথাপল্লি গীতা, পাতিয়ালার প্রার্থী প্রনীত কউর। আর, ঝাড়খণ্ডের সিংভূমের গীতা কোড়া। পাশাপাশি, শিবসেনা শিন্দে দলের ইয়ামিনি যাদবও মুম্বই দক্ষিণ থেকে হেরে গিয়েছেন।
জ্যোতি মির্ধার সমস্যা
প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতি মির্ধা ২০২৩ সালের সেপ্টেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। লোকসভা ভোটের প্রায় ছয় মাস আগে। শিপ্রা গ্রুপের অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইন্ডিয়াবুলসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। ইন্ডিয়াবুলস পরিচালনা করেন মির্ধার শ্বশুর। ইন্ডিয়াবুলসের প্রবর্তক সমীর গেহলট হলেন মির্ধার স্বামী নরেন্দ্র গেহলটের ভাই।
কৃপাশংকর সিংয়ের সমস্যা
মুম্বই কংগ্রেসের প্রাক্তন প্রধান কৃপাশংকর সিং ২০১২ সালে মহারাষ্ট্রের দুর্নীতিদমন ব্যুরোর (ACB) তদন্তের মুখে (অসামঞ্জস্যপূর্ণ সম্পদের একটি মামলায়) পড়েছিলেন। ইডি (ED) এই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে, কৃপাশংকর সিং-কে আদালত তদন্তে অব্যাহতি দেয়। ২০১৯ সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। আর, ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।
আরও পড়ুন- বিজেপি সংখ্যা কম পেতেই নাইডুর ব্যাপক বায়নাক্কা! ঠেলায় অস্থির খোদ মোদীও
তাপস রায়ের সমস্যা
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) চলতি বছরের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের ডেপুটি চিফ হুইপের বাসভবনে অভিযান চালায়। কর্পোরেশনে নিয়োগে কথিত অনিয়ম সংক্রান্ত অর্থ পাচারের একটি মামলায় তাঁর বাসভবনে ওই তল্লাশি চালানো হয়। মার্চের গোড়ার দিকে, তাপস রায় বিজেপিতে যোগ দেন। বিজেপি তাঁকে কলকাতা উত্তর থেকে প্রার্থী করে। তিনি তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন।