What is Politburo?: পলিটব্যুরো শব্দটা অনেকেরই চেনা, কিন্তু এর মানে কী জানেন?

The meaning of 'Politburo,' its origins, and its function: কমিউনিস্ট পার্টির 'পলিটব্যুরো'! বাম জমানায় নানা কারণে সংবাদে বারবার ঘুরেফিরে আসত এই শব্দটা।

The meaning of 'Politburo,' its origins, and its function: কমিউনিস্ট পার্টির 'পলিটব্যুরো'! বাম জমানায় নানা কারণে সংবাদে বারবার ঘুরেফিরে আসত এই শব্দটা।

author-image
IE Bangla Web Desk
New Update
CPIM Leader Kalatan Dasgupta Arrested, কলতান দাশগুপ্ত গ্রেফতার

CPIM Flag: সিপিএমের পতাকা। (ফাইল ছবি)

Deciphering the Politburo: Its Definition, Origins, and Function in Communist Parties: কমিউনিস্ট পার্টির 'পলিটব্যুরো'! এই শব্দটার সঙ্গে পরিচয় নেই এমন রাজনৈতিক সচেতন মানুষের সংখ্যা হাতেগোনা। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন বাম শাসনাধীন ছিল। এখানে তাই বাম জমানায় জন্ম নেওয়া বর্তমান কিশোররাও পলিটব্যুরো শব্দটা চেনে। কিন্তু, প্রশ্ন হল যে কী এই পলিটব্যুরো? তা কীভাবেই বা কাজ করে? এই শব্দের সৃষ্টিই বা কোথা থেকে হয়েছে? এর কিন্তু, একটা বিরাট ইতিহাস আছে। যা কমিউনিস্ট পার্টির সংস্কৃতি বা ঐতিহ্যও বলা যেতে পারে। 

Advertisment

পলিটব্যুরো: সংজ্ঞা, উৎপত্তি এবং কমিউনিস্ট পার্টিতে পলিটব্যুরোর ভূমিকা

'পলিটব্যুরো' শব্দটি রাশিয়ান 'পলিটবুরো' থেকে এসেছে। যা 'পলিটিক্যাল ব্যুরো' বা 'রাজনৈতিক ব্যুরো'র সংক্ষিপ্ত রূপ। এটি হল কমিউনিস্ট পার্টির প্রধান নীতিনির্ধারণী এবং নির্বাহী কমিটি। যা গোটা দলকে চালনা করে।

পলিটব্যুরোর উৎপত্তি ও ইতিহাস

Advertisment

রাশিয়ার কমিউনিস্ট পার্টিতে পলিটব্যুরোর ধারণাটি প্রথম বিশ্বযুদ্ধের সময় সৃষ্টি হয়। ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর, ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি একটি সাত সদস্যের পলিটব্যুরো গঠন করেছিল। যার মধ্যে লেনিন (Lenin), লিওন ট্রটস্কি এবং জোসেফ স্টালিনও ছিলেন।

কমিউনিস্ট পার্টির কাঠামোতে পলিটব্যুরোর ভূমিকা

পলিটব্যুরো সাধারণত কমিউনিস্ট পার্টির (communist party) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে কাজ করে। এটি পার্টির নীতিমালা নির্ধারণ, কৌশল পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দেয়। অনেক সময়, পলিটব্যুরোর সদস্যরা রাষ্ট্রের উচ্চপদস্থ পদেও অধিষ্ঠিত থাকেন, যা পার্টি ও রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে সহায়তা করে। বর্তমানে চিন, উত্তর কোরিয়ার মত বিশ্বের কমিউনিস্ট-শাসিত রাষ্ট্রগুলোতে এমন ব্যবস্থা চালুও রয়েছে।

ভারতে পলিটব্যুরোর প্রাসঙ্গিকতা

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম) এর ক্ষেত্রে, পলিটব্যুরো পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। এর সদস্যরা কেন্দ্রীয় কমিটি দ্বারা নির্বাচিত হন। পার্টির সাধারণ সম্পাদক-সহ গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে এই পলিটব্যুরো গঠিত।

আরও পড়ুন- বিশ্বের সেরা ১০টি সর্ববৃহৎ মসজিদ কোনগুলি? তালিকায় রয়েছে ভারতের এই মসজিদও

মনে রাখা দরকার

পলিটব্যুরো কমিউনিস্ট পার্টির কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা পার্টির নীতিনির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করে। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিতে পলিটব্যুরোর গঠন ও কার্যাবলী ভিন্ন হতে পারে, তবে এর মূল উদ্দেশ্য পার্টির নেতৃত্ব প্রদান ও নীতিমালা নির্ধারণে সহায়তা করা। কমিউনিস্ট পার্টির সম্পাদক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব এই পলিটব্যুরোর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। 

communist party Politburo Lenin