এখন স্পষ্ট যে দ্বিতীয় মোদী সরকারের পাখির চোখ মেয়াদ শেষে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। কিন্তু ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি মানে ভারতের কাছে কী! ভারত কীভাবে এ লক্ষ্যে পৌঁছবে! তার সুফল কি জুটবে সব ভারতীয়ের!
৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির অর্থ কী?
অর্থনীতির পরিমাপ নির্ধারিত হয় জাতীয় বাৎসরিক গড় উৎপাদন বা জিডিপির দ্বারা। ফলে সাধারণ নিয়মেই অর্থনীতির পরিমাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই জিডিপিও বৃদ্ধি পাবে।
একটি অর্থনীতির জিডিপি হল এক আর্থিক বর্ষে অর্থনীতিতে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট হিসাব। সেটাকেই কোনও দেশের জিডিপি হিসেবে ধরা হয়ে থাকে। এতে মোট উৎপাদনের হিসেব পাওয়া যায়, জনগণের মোট আয়ের হিসেব করা যায়, মোট খরচ (সরকারি খরচ সহ)-এর হিসেবও পাওয়া যায়। প্রায় সমস্ত আন্তর্জাতিক তুলনার ক্ষেত্রেই জিডিপির হিসেব কষা হয় উৎপাদন পদ্ধতির মাধ্যমে এবং তার আর্থিক মূল্য নিরূপিত হয় মার্কিন ডলারের বর্তমান দামের হিসেবে।
অন্য দিকে জিডিপির মাধ্যমে অর্থনীতির ভিত্তিতে কোন দেশ এগিয়ে তার হিসেব করা যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর বাজেট ভাষণে উল্লেখ করেছেন ২০১৪ সালে ভারতের জিডিপি ছিল ১.৮৫ ট্রিলিয়ন, বর্তমানে ভারতের জিডিপি ২.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে ভারত ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি।
জি়ডিপির হিসেবে দেখা যাচ্ছে ভারত খুব শিগগিরই ব্রিটেনকে টেক্কা দিতে চলেছে। একই সঙ্গে দেথা যাচ্ছে ইন্দোনেশিয়ার জিডিপি ভারতের এক তৃতীয়াংশ।
ভারতীয়রা কি সত্যিই সারা বিশ্বের ষষ্ঠ ধনী?
না। ভারত পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়ার অর্থ ভারতীয়রা এ গ্রহের ষষ্ঠ ধনী, এমনটা নয়। জিডিপি হল প্রাথমিক এবং সর্বাপেক্ষা অপরিণত পদ্ধতি। যদি কেউ জানতে চান যে একটি অর্থনীতিতে মানুষ কতটা ভাল আছেন, তাহলে তিনি মাথা পিছু জিডিপি দেখতে পারেন।
২০২৪ সালের মধ্যে ভারত কি লক্ষ্যে পৌঁছতে পারবে?
এর উত্তর নির্ভর করে অর্থনৈতিক বৃদ্ধির উপর। ভারতের অর্থনীতি যদি অন্তত ১২ শতাংশ বৃ্ধি পায় (৮ শতাংশ জিডিপি বৃদ্ধি ও ৪ শতাংশ মুদ্রাস্ফীতি) তাহলে ২০১৮ সালে ২.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে হিসেব করলে ২০২৪ সালের তা গিয়ে পৌঁছবে ৫.৩৩ ট্রিলিয়ন ডলারে।
তবে একটা সংকট রয়েছে। গত বছর ভারতের বৃদ্ধির হার ছিল মাত্র ৬.৮ শতাংশ। এ বছর, প্রায় সব পর্যবেক্ষকদের হিসেবেই এই বৃদ্ধি পৌঁছবে ৭ শতাংশে। সুতরাং ভারতকে এই লক্ষ্যে পৌঁছতে ব্যাপক বৃদ্ধি প্রয়োজন।
ভারত ৫ ট্রিলিয়নের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেললে মাথাপিছু জিডিপির পরিবর্তন কেমন হবে?
রাষ্ট্রপুঞ্জের হিসেবে ২০২৪ সালে ভারতের জনসংখ্যা হবে ১.৪৩ বিলিয়ন। ২০৪ সালে যদি ভারতের জিডিপি হয় ৫.৩৩ ট্রিলিয়ন ডলার, তাহলে ভারতের মাথা পিছু গড় উৎপাদন দাঁড়াবে ৩,৭২৭ ডলারে। এই পরিমাণ এখনকার থেকে বেশি হলেও ইন্দোনেশিয়ার ২০১৮ সালের জিডিপির তুলনায় তা কম।