Advertisment

Explained: বিশ্ব কি আর্থিক মন্দার গ্রাসে, কী বলছে আইএমএফের নতুন রিপোর্ট?

রিপোর্ট প্রকাশের পর গোটা বিশ্বে আর্থিক মন্দার চরম আশঙ্কা তৈরি হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian_Economy

এবছর মন্দা কাটিয়ে বিশ্বের আর্থিক উন্নতি ঘটবে। জানুয়ারির সর্বশেষ প্রতিবেদনে এমনটাই জানাল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও)। এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক অর্থনীতিতে মন্দা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল। সেই আতঙ্ক কাটিয়ে 'ইতিবাচক বিস্ময় এবং প্রত্যাশার চেয়েও বেশি স্থিতিশীলতা'র কথা জানিয়েছে এই রিপোর্ট।

Advertisment

বছরে একাধিকবার রিপোর্ট
আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ) প্রতিবছর দু'বার ডব্লিউইও বা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে। এই দু'বার হল এপ্রিল এবং অক্টোবর। এর পাশাপাশি রিপোর্ট বছরে দু'বার- জানুয়ারি এবং জুলাইয়ে আপডেট করা হয়।

আগের বার্তা
২০২২ সালের অক্টোবরে প্রকাশিত ডব্লিউইও-র রিপোর্টে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার পূর্বাভাস দিয়েছিল যে আন্তর্জাতিক আর্থিক বৃদ্ধির হার ২০২৩ সালে কমবে। ২০২২ সালে এই হার ছিল ৩.৪%। সেখান থেকে চলতি বছরে বৃদ্ধির হার কমে হবে ২.৭%। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সেই রিপোর্ট প্রকাশের পর গোটা বিশ্বে মন্দার ব্যাপারে চরম আতঙ্ক তৈরি হয়েছিল।

বৃহত্তম অর্থনীতির দেশগুলো
আগের রিপোর্টে আইএমএফ জানিয়েছিল, তিন বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চিনের আর্থিক পরিস্থিতি স্থবির হয়ে যাবে। বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে খারাপ পরিস্থিতিটা এখনও আসেনি। সেটা আসা বাকি রয়েছে। কারণ, ২০২৩ সালে গোটা বিশ্বের অনেকেই মন্দার পরিস্থিতি অনুভব করবেন।'

আরও পড়ুন- লেফটেন্যান্ট গভর্নর শান্ত লাদাখে জঙ্গিবাদের বীজ বপন করছেন, অভিযোগ ওয়াংচুকের

নতুন বার্তা
জানুয়ারির আপডেটে আইএমএফ আগের বিশ্বব্যাপী মন্দার সম্ভাবনাকে খারিজ করেছে। নতুন রিপোর্টে জানিয়েছে, 'বিশ্বব্যাপী জিডিপি বা গড় জিডিপি কমবে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, যেমনটা বিশ্বের আর্থিক মন্দার ক্ষেত্রে দেখা যায়, তেমনটা আর এখন আশঙ্কা করা হচ্ছে না।' শুধু তাই নয়, ২০২৪ সালে বিশ্বের আর্থিক সমৃদ্ধি ঘটবে। তার আগে ২০২৩ সালে সেই আর্থিক বৃদ্ধি গত বছরের তুলনায় কমবে বলেই মনে করছে আইএমএফ।

বৃদ্ধি কমবে
আইএমএফ জানিয়েছে, ২০২২ সাল বা গতবছর বিশ্বে আর্থিক বৃদ্ধি ঘটেছিল ৩.৪ শতাংশ। ২০২৪ সালে অতটা না-হলেও আর্থিক বৃদ্ধি কাছাকাছি পৌঁছে যাবে, হবে ৩.১ শতাংশ। তার আগে চলতি বছরে বিশ্বের আর্থিক বৃদ্ধির হার গত বছর থেকে কমে হবে ২.৯ শতাংশ।

Read full story in English

economy USA imf
Advertisment