Advertisment

Dating Terms: আপনার প্রেমপর্ব জমে ক্ষীর, নাকি বিস্বাদ হতে যাচ্ছে, জানুন এই সব সংকেতে!

Love on Social media: সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম বেশ জটিল! তার মধ্যেই অবশ্য অনলাইনে প্রেমের ছড়াছড়ি। কিন্তু, তার কোনগুলো সত্যিই প্রেম, বোঝা ভগবানের বাবারও অসাধ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
dating apps, Dating Terms

Dating apps-Dating Terms: সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম অনেক বেশি জটিল হয়ে উঠেছে। তাই এসম্পর্কে সচেতনতার প্রসঙ্গ উঠছে। (ছবি: উইকিমিডিয়া কমন্স)

Valentine’s Day: কেমন যাচ্ছে আপনার ভ্যালেটাইন'স ডে? আপনি কি আপনার ডেটের স্বপ্ন পূরণ করতে পারলেন? নাকি প্রেমদিবসের দিনই পড়লেন বিরাট অস্বস্তিতে? এই সব বলার কারণ, সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম বেশ জটিল হয়ে উঠেছে। তার মধ্যেই অবশ্য অনলাইনে প্রেমের ছড়াছড়ি। কিন্তু, তার কোনগুলো সত্যিই প্রেম, বোঝা ভগবানের বাবারও অসাধ্য। তবে, বিশেষজ্ঞরাও নজর রাখছেন এসবে। চেষ্টা করছেন সঠিক প্রেম কোনটা, তা বোঝার উপায় বের করার।

Advertisment

ঘোস্টিং
এই শব্দটি প্রায় এক দশক ধরে চলে আসছে। 'ঘোস্টিং' বলতে বোঝায় একজন ব্যক্তি হঠাৎ করে যার সঙ্গে যোগাযোগ করছেন, তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া। এই ধরনের ব্যবহারের তালিকায় রোমান্টিক সম্পর্কের ক্ষেত্র ছাড়িয়ে এখন বন্ধু, পরিচিতজন এবং এমনকী সম্ভাব্য চাকরিপ্রার্থীরাও ঢুকে পড়েছেন। ঘোস্টিং শব্দটির সঠিক উৎপত্তি অস্পষ্ট। তবে, তা ২০১৫ সালে জনপ্রিয় হয়ে ওঠে। অভিনেতা শন পেন এবং শার্লিজ থেরনের বিচ্ছেদের পর। শার্লিজের অভিযোগ অনুযায়ী, শন আসনে ঘোস্টিং পেন। এই কথার অর্থ, ভূত বিষয়টি অত্যন্ত ভয়ংকর। ভূতের খপ্পরে পড়ার পরিণতি খারাপ। যাঁরা ঘোস্টিংয়ের শিকার হন, তাঁরা নিজেদের মূল্যহীন মনে করেন।

রিজ
রিজ, অক্সফোর্ড ডিকশনারিতে ২০২৩ সালে স্থান পেয়েছে। যার অর্থ হল- 'স্টাইল, কমনীয়তা, আকর্ষণীয়' ইত্যাদি। রোমান্সে বা যৌন সঙ্গীকে আকৃষ্ট করার ক্ষমতা হিসেবে একে ধরা হয়। রিজ শব্দটি শুধুমাত্র প্রচলিত শারীরিক আকর্ষণ সম্পর্কেই ব্যবহার করা হয় না। এটি একটি গুণ বোঝাতেও ব্যবহৃত হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মতে, শব্দটি গেমিং এবং ইন্টারনেট সংস্কৃতি থেকে উদ্ভূত হয়েছে। শব্দটিকে জনপ্রিয় করার জন্য আমেরিকান ইউটিউব এবং টুইচ স্ট্রিমার কাই সেনাটকে ২০২২ সালে অনলাইনে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়। কীভাবে রিজ করা যায় সে সম্পর্কে তিনি লোকেদের পরামর্শ দেন। শব্দটি তারপর TikTok-এও জনপ্রিয়তা লাভ করে।

আরও পড়ুন- যেন ২০২০-২১ সালের দিল্লি, ফের রাজপথে কৃষকরা, এটা কি আগের বিক্ষোভের অংশ?

বেঞ্চিং/কুকি-জ্যারিং
আপনি যখন প্রাথমিক সম্পর্কের মধ্যে থাকেন কিন্তু ব্যাকআপ বা বিকল্প হিসাবে কাউকে ভেবে রাখেন, তখন তাকে বেঞ্চিং বলা হয়। এটি তখনও ঘটতে পারে যখন আপনার প্রাথমিক সম্পর্ক অসঙ্গতিপূর্ণ হয়। আর, তাই আপনি অনুভূতির সংক্ষিপ্ত মাত্রার জন্য বেঞ্চ বা কুকি-জারের দিকে ফিরে যান। এই শব্দের উৎপত্তি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়।

Social Media valentine day love
Advertisment