scorecardresearch

বড় খবর

কেন আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিল ভিভো?

স্পট ফিক্সিং কান্ডে আইপিএল-এর নাম জড়ানোয় সরে আসে দীর্ঘদিনের টাইটেল স্পনসর পেপসি। সেই সময়েই বাজার ধরতে ময়দানে নামে ভিভো।

কেন আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিল ভিভো?

পাঁচ বছরের আগাম চুক্তি ছিল। কিন্তু তার আগেই ২০২০ সালের আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিল চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ২০১৮ সালে আইপিএলের টাইটেল স্পনসরশীপ পাঁচ বছরের জন্য কিনেছিল ২ হাজার ১৯৯ কোটি টাকা দিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রতি বছর স্পনসরশীপের চুক্তি বাবদ ৪৩৯ কোটি টাকাও দেয় এই সংস্থা।

২০১৬ সালে পেপসিকে টপকে আইপিএল-এর বাজার ধরে ভিভো। সেই সময় স্পট ফিক্সিং কান্ডে আইপিএল-এর নাম জড়ানোয় সরে আসে দীর্ঘদিনের টাইটেল স্পনসর পেপসি। সেই সময়েই বাজার ধরতে ময়দানে নামে ভিভো। পেপসির সঙ্গে বোর্ডের চুক্তি ছিল পাঁচ বছরের জন্য ৩৯৬ কোটি টাকা। সেখানে ভিভোর সঙ্গে যে চুক্তি ছিল তা বহুগুণে বেশি।

তবে ভিভোর সরে যাওয়ায় কীভাবে বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলি ক্ষতিগ্রস্ত হবে? সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলির ব্যয়, আয় এবং লাভ কীভাবে হয়? কোভিডের প্রভাবে অন্য দেশে আইপিএল হলে লাভের অংকে তা কতটা প্রভাব ফেলবে?

আরও পড়ুন, আইপিএল-এর টাইটেল স্পনসর হতে পারে পতঞ্জলি

Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Vivo withdrawal this years ipl title sponsor why this matters