Advertisment

Paris Olympics: প্যারিস অলিম্পিকে সংকট! সেইন নদীর জন্য প্রতিযোগিতা শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি

Seine river: ১৯২৩ সাল থেকে সেখানে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Seine river, Eiffel Tower, সেইন নদী, আইফেল টাওয়ার,

Seine river-Eiffel Tower: ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার এবং সেইন নদী। (ছবির সূত্র: রয়টার্স)

লিখেছেন সায়মা মেহতা

Advertisment

Paris Olympics and river Seine’s water quality: চলতি প্যারিস অলিম্পিকে পুরুষদের ট্রায়াথলন ইভেন্টের সাঁতার মঙ্গলবার স্থগিত করা হয়েছে। কারণ, সেইন নদীর জলের গুণমান সম্পর্কে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। গেমসের জন্য আয়োজকরা নদীর অবস্থার উন্নতি ঘটাতে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছিলেন। সেইন দীর্ঘকাল ধরে দূষিত। এতটাই যে, ১৯২৩ সাল থেকে সেখানে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে।

পুরাতন ড্রেন, ই.কোলাইয়ের সমস্যা

প্যারিসের পুরোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বৃষ্টির জল এবং বর্জ্যের জল একই পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। প্রবল বৃষ্টির সময়, এই পাইপগুলোর ধারণক্ষমতা কম থাকায় জল উপচে ওঠে। যার ফলে অপরিশোধিত বর্জ্যের জল ট্রিটমেন্ট প্ল্যান্টে যাওয়ার পরিবর্তে সরাসরি সেইন নদীতে গিয়ে পড়ে।

তার ওপর, বৃষ্টির জল ইঁদুরের মত প্রাণীকে সেইনে নিয়ে গিয়ে ফেলে। গাইনেসভিলের ফ্লোরিডা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. নিকোল আইওভিন, অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, 'যখন প্রচুর বৃষ্টি হয়, তখন ওই প্রাণীগুলোর সমস্ত কিছুই সেইনে গিয়ে শেষ হয়।'

সেইন নদীর আরও একটি প্রধান সমস্যা হল, নদীতে প্রচুর পরিমাণে থাকা ই.কোলাই (E. coli) ব্যাকটেরিয়া। মানুষ এবং অন্যান্য প্রাণীর মলের বর্জ্যে এই ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায়। যার কিছু স্ট্রেন, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই)-সহ গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। ই.কোলাই ঘনত্বের মাত্রা কলোনি ফর্মি ইউনিট বা সিএফইউ (cfu)-এ পরিমাপ করা হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং ওয়ার্ল্ড ট্রায়াথলন ফেডারেশন দ্বারা নির্ধারিত মান অনুসারে প্রতি ১০০ মিলিলিটার জলে ৯০০ সিএফইউ প্রতিযোগিতার জন্য নিরাপদ বলে মনে করা হয়। ভারী বৃষ্টির পর, সেনের ই.কোলাই মাত্রা প্রায়শই সেই সীমা ছাড়িয়ে যায়।

বিলিয়ন ডলারের পরিকল্পনা

সেইনের দূষণ সমস্যা সমাধানের জন্য, প্যারিস ১.৪ বিলিয়ন ইউরো অর্থাৎ ১.৫৩ বিলিয়ন মার্কিন ডলার ($) ব্যয় করেছে। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের অলিম্পিক গেমস আয়োজনের দায়িত্ব প্যারিস পেয়েছে, শহরের প্রধান পরিবেশগত পরিবর্তনের দাবি জানিয়েই। প্যারিস জানিয়েছিল, অলিম্পিকের ক্রীড়াবিদরা ফের আইকনিক সেইন নদীতে সাঁতার কাটতে পারবেন। যেমনটি তাঁরা ১৯০০ সালে করেছিলেন। সেবারও প্যারিস অলিম্পিকের আয়োজন করেছিল।

সেইনকে ঠিক করার জন্য শহরের প্রচেষ্টার কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পূর্ব প্যারিসে একটি বিশাল ভূগর্ভস্থ জলাধার। সেখানে বৃষ্টির জল সঞ্চয়ের জলাধার তৈরি করা হয়েছে। যার আয়তন ২০টি অলিম্পিক-আকারের সুইমিং পুলের সমান। আয়োজকরা দাবি করেছিলেন, এই জলাধার ভারী বৃষ্টির সময়ে প্রবাহিত জল ধরে রাখবে। এর সঙ্গে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জল মিশবে না।

শুধু দাবি করাই নয়। প্যারিস শহর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংস্কার এবং এর জল শোধনাগারগুলোকে উন্নত করারও চেষ্টা করেছিল। কিন্তু, বাস্তবে দেখা গিয়েছে যে, ভারী বৃষ্টিপাত এখনও যাবতীয় ব্যবস্থাপনাকে বুড়ো আঙুল দেখিয়ে সেইন নদীকে দূষিত করে চলেছে।

Paris 2024, Olympic Village, প্যারিস, অলিম্পিক ভিলেজ,
Paris 2024-Olympic Village: প্যারিসের অলিম্পিক ভিলেজ। (ছবি- টুইটার)

বিকল্প ব্যবস্থা

সেইনে ট্রায়াথলন সাঁতারের ইভেন্টগুলো ৩০ এবং ৩১ জুলাই এবং ৫ আগস্টের জন্য নির্ধারিত ছিল। আর, ম্যারাথন সাঁতারের ইভেন্টগুলো ৮ এবং ৯ আগস্ট হওয়ার কথা। প্রতিটি ইভেন্টের ৪৮ ঘণ্টা আগে জলের গুণমান পরীক্ষা করা বাধ্যতামূলক। জলের গুণমান বাড়াতে রিজার্ভ ডে বা মধ্যে ছুটির দিনও হয়েছে।

আরও পড়ুন- ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা কি অনেক বেশি ছিল? নতুন পরিসংখ্যানে উঠছে ঝড়

এবার, ম্যারাথন সাঁতারের জন্য প্যারিসের কাছে ভাইরেস-সুর-মারনে নটিক্যাল স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু বা জায়গা হিসেবে রাখা হয়েছে। তবে যদি শেষ পর্যন্ত সেইনই আয়োজনের স্থান হিসেবে থেকে যায়, তাহলে ট্রায়াথলনের সাঁতারের ইভেন্ট বা লেগ বাতিল হয়ে যেতে পারে।

( লেখক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একজন ইন্টার্ন )

Pollution swimming River Paris Olympics 2024
Advertisment