Advertisment

Explained: কর্ণাটকের কায়দায় নির্বাচনী প্রতিশ্রুতির জোরে বাজিমাতের চেষ্টা কংগ্রেসের, কী আশ্বাস দিলেন প্রিয়াঙ্কা?

মধ্যপ্রদেশ বিজেপির সরকারকে 'ঘুষখোরের সরকার' বলে কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Priyanka Gandhi

মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে সোমবার (১২ জুন) কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তাঁর প্রচার শুরু করেছেন। নর্মদা নদীর তীরে আরতি, জব্বলপুরের সমাবেশে ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে তাঁর প্রচার। বক্তৃতায় তিনি মধ্যপ্রদেশ বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন সরকারকে 'ঘুষখোরের সরকার' বলে কটাক্ষ করেছেন।

Advertisment

প্রিয়াঙ্কার অভিযোগ
প্রিয়াঙ্কার অভিযোগ, 'মধ্যপ্রদেশে কেলেঙ্কারির পর কেলেঙ্কারি হয়েছে। রেশন কেলেঙ্কারি, বৃত্তি কেলেঙ্কারি, ব্যাপম কেলেঙ্কারি, পুলিশে নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি, বিদ্যুৎ দফতরে কেলেঙ্কারি, করোনা কেলেঙ্কারি, ই-টেন্ডার কেলেঙ্কারি- সব মিলিয়ে কেলেঙ্কারির লম্বা তালিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপমানের তালিকার চেয়েও এই তালিকা দীর্ঘ।'

কংগ্রেসের পাঁচ প্রতিশ্রুতি
প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, যদি মধ্যপ্রদেশবাসী কংগ্রেসকে ভোট দেয়, তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর কমল নাথ ঘোষিত পাঁচটি প্রতিশ্রুতি পূরণ করবে। কর্ণাটকেও এভাবে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। সেই প্রতিশ্রুতির জেরে দক্ষিণের রাজ্যে তারা ক্ষমতায় এসেছে। কর্ণাটকের রণকৌশল মাথায় রেখে মধ্যপ্রদেশে কংগ্রেস যে পাঁচ প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো হল- ১) মহিলাদের জন্য মাসিক ১,৫০০ টাকার ভাতা চালু। ২) ভর্তুকি দিয়ে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা। ৩) বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুতের ব্যবস্থা, ২০০ ইউনিটের জন্য বিদ্যুতের বিল অর্ধেক করা। ৪) পুরোনো পেনশন প্রকল্প চালু করা। ৫) কৃষকদের ঋণ মকুব।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে ভোটপ্রচারে প্রিয়াঙ্কা, ইন্দিরার ছায়া খুঁজলেন কংগ্রেস নেতৃত্ব

বিজেপিকে কটাক্ষ
এইসব নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণার সময় প্রিয়াঙ্কা বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, 'মধ্যপ্রদেশে কংগ্রেস শাসনের সময় ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে, কংগ্রেস অনেক কাজ করেছে। অনেক উন্নয়ন করেছে।' বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে প্রিয়াঙ্কা 'ঘোষণা বীর' (ঘোষণার রাজা) বলে কটাক্ষ করেন। মধ্যপ্রদেশবাসী যাতে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির শিকার না-হয়, সেই কথা বলে সতর্ক করেন। প্রিয়াঙ্কার কথায়, 'তিনি (শিবরাজ সিং চৌহান) এই সমস্ত বছরে ২২,০০০ ঘোষণা করেছেন। তার বদলে তিনি যদি ২২,০০০ চাকরি দিতেন, তবে মধ্যপ্রদেশবাসী উপকৃত হত। কিন্তু, শিবরাজ সিং চৌহান তাঁর ঘোষণার মাত্র ১% পূরণ করেছেন।'

Madhya Pradesh Priyanka Gandhi Election
Advertisment