scorecardresearch

Explained: মুম্বইয়ে সভায় হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু, কীভাবে এমনটা ঘটল?

অমিত শাহের সভা ছিল।

Heat Stroke

রবিবার (১৬ এপ্রিল) নবি মুম্বইয়ের খারঘরে এক বড় জনসমাবেশে অংশ নেওয়া ১১ জনের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। ঘটনায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে তিন জন গুরুতর অসুস্থ। গরমে দাঁড়িয়ে জলের অভাবে ভুগেছেন ওই সমাবেশে উপস্থিত আরও কয়েক ডজন অংশগ্রহণকারী। আনুমানিক ২০ লক্ষ লোক ওই সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজকর্মী আপাসাহেব ধর্মাধিকারিকে ‘মহারাষ্ট্র ভূষণ’ পুরস্কার দেন।

হিট স্ট্রোকের সময় শরীরে ঠিক কী ঘটে?
হিট স্ট্রোক বা সানস্ট্রোক হল উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতার সংস্পর্শে আসার ফলে বা উচ্চ তাপমাত্রায় দীর্ঘস্থায়ী শারীরিক পরিশ্রমের ফলে শরীরে তৈরি হওয়া অতিরিক্ত উত্তাপের ফলাফল। হিট স্ট্রোককে মেডিকেল জরুরি পরিস্থিতি হিসেবে ধরা হয়। চিকিৎসকরা এই ব্যাপারে নজর রাখতে পরামর্শ দেন।

একজন চিকিৎসক জানিয়েছেন, ‘যখন শরীর ঘামতে ব্যর্থ হয় এবং সেই কারণে বাষ্পীভবনের মাধ্যমে তাপ অপসারণ করতে অক্ষম হয়, তখন শরীরের মূল তাপমাত্রা বৃদ্ধি পায়। যদি শরীর নিজেকে ঠান্ডা করতে ব্যর্থ হয়, তবে এর মূল তাপমাত্রা কয়েক মিনিটের মধ্যে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এর ফলে মৃত্যু-সহ গুরুতর স্বাস্থ্যগত প্রভাব পড়তে পারে।’ তাপের জেরে সমস্যায় ভুগছেন, এমন ব্যক্তিরা ক্লান্তি, মাথা ঘোরা, মাথাব্যথা, বমি বমি ভাব, হাইপোটেনশন (নিম্ন রক্তচাপ) এবং টাচিকার্ডিয়া (হৃদস্পন্দন বৃদ্ধি)-র মত সমস্যা অনুভব করেন।

আরও পড়ুন- প্রবল গরম উপেক্ষা করেই সরকারি অনুষ্ঠান, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত ১১

রবিবার কি তাপপ্রবাহের কোনও সতর্কতা ছিল?
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রবিবার কোনও তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি। আইএমডির মতে, ‘গুণগতভাবে, তাপ তরঙ্গ হল বায়ুর তাপমাত্রার একটি অবস্থা, যা সংস্পর্শে আসলে মানবদেহের জন্য মারাত্মক হয়ে ওঠে।’ পরিমাণগত পরিপ্রেক্ষিতে, IMD-এর সংজ্ঞা হল “প্রকৃত তাপমাত্রার পরিপ্রেক্ষিতে একটি অঞ্চলের তাপমাত্রার থ্রেশহোল্ডের উপর ভিত্তি করে বা স্বাভাবিক থেকে এর প্রস্থান।’ আবহাওয়া দফতরের মতে, মুম্বইয়ের মত উপকূলীয় অঞ্চলে যখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, সেটা দাঁড়ায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি।

সেখানে মুম্বইয়ের সান্তাক্রুজ মানমন্দিরে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। আর, থানে-বেলাপুর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পানভেলে (নবি মুম্বই) কোনও আইএমডি অবজারভেটরি বা স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন (এডব্লিউএস) নেই। যার ফলে খারঘরের সর্বোচ্চ তাপমাত্রা সেই সময় কত ছিল, তা জানা যাচ্ছে না। এমনটাই জানিয়েছেন এক আবহাওয়া দফতরের আধিকারিক।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘বছরের এই সময়ে এই ধরনের তাপমাত্রা রেকর্ড করা অস্বাভাবিক নয়। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় রবিবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।’

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: What happens during a heat stroke and what precautions you must take